বাংলা

রোববারের আলাপন- গণ-শরীরচর্চা দিবস

CMGPublished: 2023-08-20 06:36:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদ এবং আকাশ।

ভাই, অনুষ্ঠানের শুরুতে, আমরা প্রথমে বাংলাদেশের একটি খবর আমাদের ভাইবোনদের সাথে শেয়ার করব, কেমন?

চলতি বছর বাংলাদেশে এখন পর্যন্ত মোট ৮২ হাজার ৫০৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে ৩৮৭ জন মারা গেছেন। ১৩ আগস্ট ইউএনবি বার্তাসংস্থা দেশটির স্বাস্থ্য পরিষেবা ব্যুরোর বরাত দিয়ে এ তথ্য জানায়।

বার্তাসংস্থা আরও জানায়, বাংলাদেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার সবখানে ডেঙ্গু ছড়িয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা গত বছরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। রোগের বিস্তার রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এই বৈশ্বিক সংস্থাটি।

ভাই, আমি উত্তরার থাকার সময় আমিও একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলাম। তাই আমি জানি, এ রোগ শরীরের জন্য অনেক ক্ষতিকর। আমি আমাদের বাংলাদেশের ভাইবোনদের জন্য অনেক দুশ্চিন্তা করছি। এ রোগ কিভাবে প্রতিরোধ ও চিকৎসা নিতে পারবে এ সম্পর্কে আপনি আমাদের ভাইবনদের সাথে কিছু বলতে পারবেন কি?

তৌহিদ:

সংগীত

বন্ধুরা, ৮ আগস্ট হল চীনের গণ-শরীরচর্চা দিবস, আমরা আজ এ নিয়ে আলাপ করব, কেমন?

এ বছরের গণ-শরীরচর্চা দিবস হচ্ছে চীনের ১৫তম গণ-শরীরচর্চা দিবস। এ বছর প্রথমবার ৮ আগস্টের এ সপ্তাহ ‘ক্রীড়া প্রমোশন সপ্তাহ’ হিসেবে পালন করা হচ্ছে। এ সময় দেশজুড়ে নানাভাবে গণ-শরীরচর্চা কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।

বন্ধুরা, চীন গণ-শরীরচর্চাকে অনেক গুরুত্ব দিয়ে আসছে। গণ-শরীরচর্চা ইতোমধ্যে দেশের কৌশলে পরিণত হয়েছে। আবাসিক এলাকার আশেপাশে খেলাধুলার পার্ক অনেক বেড়েছে। বিভিন্ন ধরনের অনলাইন ও অফলাইন গেমসের আয়োজন করা হচ্ছে। জনগণের চাহিদাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গেমস আয়োজন করা, খেলাধুলার স্থাপনা বা মাঠ এবং যথাযথ শরীরচর্চার ব্যবস্থা উন্নত করা হচ্ছে। গণ-শরীরচর্চার গণসেবা ব্যবস্থা আরো উচ্চ মানে উন্নীত হচ্ছে। যা ‘খেলাধুলা খাতে শক্তিশালী দেশ’ ও ‘সুস্থ চীন’—এই দুটি লক্ষ্য বাস্তবায়নে শক্তিশালী প্রেরণা যুগিয়েছে। ‘জনগণকে কেন্দ্র করা’ ইতোমধ্যে নতুন যুগে চীনের খেলাধুলা উন্নয়নের মৌলিক দিক-নির্দেশনায় পরিণত হয়েছে। খেলাধুলা মানুষের সার্বিক উন্নয়ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn