বাংলা

চীনা তরুণের রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী

CMGPublished: 2023-05-24 19:18:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শাংহাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র চিয়াং সিয়া। সম্প্রতি সে ইন্টারনেটে বিখ্যাত একজন মানুষে পরিণত হয়েছে। চিয়াং দু’বার বাসে করে ১৫০০ কিলোমিটার পথ ভ্রমণ করেছে। গত বছরের ডিসেম্বর মাসে চিয়াং নয় দিনে বাসে করে শাংহাই থেকে বেইজিংয়ে আসে। দ্বিতীয়বার সে পাঁচ দিনে তার নিজ শহর হ্য ফেই থেকে শাংহাইয়ে ফিরে আসে।

দুই বারে সে মোট ১৫০০ কিলোমিটার পথ পারি দেয় এবং ২০০০টির বেশি বাস স্টপ অতিক্রম করে। তাতে কিন্তু তার ট্রেনের চেয়ে কম খরচ হয়নি। কখনো কখনো সে সময় মতো খেতে পারেনি। তার ভ্রমণের নোট ইন্টারনেটে প্রকাশ করেছে চিয়াং সিয়া। কিন্তু তার এ ভ্রমণ নিয়ে কেউ কেউ সন্দেহ প্রকাশ করেন, আবার কেউ কেউও তাকে উত্সাহ দেন। তবে অন্যরা যা-ই বলুক, এ দু’বার ভ্রমণের মাধ্যমে শান্তি পেয়েছে বলে মনে করে চিয়াং সিয়া।

ছোট বেলা থেকেই স্থল পরিবহন অনেক ভাল লাগে চিয়াং সিয়ার। শৈশবে তার বাসার অদূরে ছিল পরিত্যক্ত রেলপথ। তাই ট্রেনে বসে ভ্রমণের প্রতি তার আগ্রহ জন্মায় তখনই। তারপর সে বাসকে ভালবাসে। কারণ বিমান ও সাবওয়ের তুলনায় বাসের জানালা দিয়ে সুন্দর দৃশ্য বেশি উপভোগ করা যায়।

চিয়াং সিয়ার জন্য বাস ভ্রমণ একটি বাতিক না। ভ্রমণে বের হওয়ার এক সপ্তাহ আগে থেকে সে দিনের বেলায় ক্লাসে যোগ দেয় এবং রাতে বাসের রুট নিয়ে পরিকল্পনা করে। সে ১১ পৃষ্ঠার একটি পরিকল্পনা লিখেছে। যাবার আগে সে নিজের পরিকল্পনা অনলাইনে শেয়ার করে। এ ক্ষেত্রে কোন কোন নেটিজেন তাকে বাসের আরও বেশি সুবিধাজনক রুটের কথা বলে দেন। কেউ কেউ আবার তাকে নিজের শহরে আমন্ত্রণ জানান। তারা তাকে বাসায় খাবারের দাওয়াত দিয়ে রাখেন।

কিছু পোশাক, বিস্কুট, পাওয়ার ব্যাংক এবং ওষুধ নিয়ে যাত্রা শুরু করে চিয়াং সিয়া। অতিরিক্ত জুতা নিয়ে আসেনি সে, তবে ‘অ্যা লং লং ওয়ে’ নামের একটি বই নিয়ে এসেছে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn