বাংলা

চীনের পুরোনো বিপ্লবী এলাকার জগত বিখ্যাত আপেল শিল্প

CMGPublished: 2022-11-16 09:25:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কোং চিয়া কো গ্রামের কৃষক চাং ইয়ান বিন জানিয়েছেন, গত বছর অনলাইনে তিনি ৩৫ টন আপেল বিক্রি করেছেন এবং ৩ লাখ ইউয়ান উপার্জন করেছেন। আর চলতি বছর তার আয় হবে ৩.৫ লাখ ইউয়ান। আপেল চাষ ও বিক্রির মাধ্যমে তিনি তিনটি মেয়েকে স্কুলে পড়াচ্ছেন। পাশাপাশি, তার নিজের জীবনযাপনের মানও অনেক উন্নত হয়েছে। ইয়ান আনের কৃষকদের ৭০ শতাংশ আপেল শিল্পে জড়িত এবং তাদের আয়ের ৬১ শতাংশ আপেল চাষ ও বিক্রি থেকে আসে। আপেল যেমন ইয়ান আনের প্রধান কৃষি শিল্প, তেমনি গ্রাম পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছে।

লুও ছুয়ান জেলার আ সি গ্রামের আপেল চাষের ইতিহাস সবচেয়ে দীর্ঘ। সাম্প্রতিক বছরগুলোতে আপেল বাগান পার্কে পরিণত হয়েছে। ফুল উপভোগ, আপেল বাছাই, ও তুষার উপভোগসহ সারা বছর বিভিন্ন পর্যটন আইটেম থাকে সেখানে। গ্রামটিতে ১৯৪৭ সালে লাগানো একটি আপেল গাছ আছে। লোকজন তার ছায়ায় বিশ্রাম নিতে পারে। এটি ইয়ান আনের আপেল শিল্পের উন্নয়নের সাক্ষী।

ইয়ান আন চীনের পুরাতন বিপ্লবী এলাকা। আর আপেল শিল্প তাকে প্রাণশক্তি যোগানোর পাশাপাশি একে আরও সুন্দর করে গড়ে তুলছে।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn