বাংলা

অ্যাঙ্গোলায় খরা মোকাবিলায় ভূমিকা রাখছে চীন-আফ্রিকা মৈত্রী

CMGPublished: 2022-09-19 11:36:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলতি বছরের জুন মাসে চায়না রেলওয়ে ২০তম ব্যুরো গ্রুপ কর্পোরেশন লিমিটেড নির্মিত কাবিন্দা পানি সরবরাহ প্রকল্প সম্পন্ন ও চালু হয়। গ্রুপের অ্যাঙ্গোলা আন্তর্জাতিক কোম্পানির সিপিসি’র সম্পাদক ও প্রেসিডেন্ট জু ছিহুই বলেন, প্রকল্পটি কাবিন্দা প্রদেশের বৃহত্তম জীবিকা প্রকল্প। প্রকল্পের স্থাপনা সপ্তাহে ৭ দিন এবং দিনে ২৪ ঘণ্টায় অব্যাহতভাবে কলের পানি সরবরাহ করতে পারে। দৈনন্দিন পানি সরবরাহ দক্ষতা হলো ৫০ হাজার কিউবিক-মিটার এবং প্রদেশটির ৯২ শতাংশ জনসংখ্যা তা থেকে পানি পায়।

অ্যাঙ্গোলার অর্থ ও পরিকল্পনা-মন্ত্রী মারিও কেতানো জোয়াও এক সাক্ষাতকারে বলেছেন, দেশটিতে পানির অভাব নেই। কিন্তু পানি সম্পদ কার্যকরভাবে ব্যবহার করা হয়নি। চীনা প্রতিষ্ঠানের কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

জোয়াও মনে করেন, চীনা প্রতিষ্ঠান প্রযুক্তি ও অভিজ্ঞতা নিয়ে এসে বাস্তব-ভাবে স্থানীয় জীবিকার উন্নয়ন করে টেকসই উন্নয়নে সহায়তা দেয়।

২০০২ সালে আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠা থেকে চীন সংস্থাটির সঙ্গে হাতে হাত রেখে ২০ বছরের মধ্য দিয়ে চলে আসে। কেকাই জলবিদ্যুত্ কেন্দ্র, কুনেনে প্রদেশের খরা প্রতিরোধ প্রকল্প এবং কাবিন্দা পানি সরবরাহ প্রকল্প শুধুমাত্র চীন-আফ্রিকা বন্ধুত্বপূর্ণ সহযোগিতা মানুষের জীবিকার সুবিধার ক্ষুদ্র চিত্র নয়, বরং চীন ও আফ্রিকা দু’পক্ষ কয়েক দশক ধরে ভাগাভাগি ও দুর্ভোগে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচেষ্টা চালানোর বাস্তব চিত্র।

অ্যাঙ্গোলায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত গোং থাও বলেছেন, চীন ও অ্যাঙ্গোলা এবং অন্যান্য আফ্রিকান দেশ যদিও ভৌগলিকভাবে অনেক দূরে, কিন্তু আমরা সবসময় হচ্ছি বন্ধু ও ভাই-ভাই। ঠিক মানুষের জানার মতো, পানি থাকলে আশা-ভরসা আছে। প্রত্যাশার ঝরনা অব্যাহতভাবে চীন-আফ্রিকা মৈত্রীর পথে প্রবাহিত হচ্ছে।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn