বাংলা

অ্যাঙ্গোলায় খরা মোকাবিলায় ভূমিকা রাখছে চীন-আফ্রিকা মৈত্রী

CMGPublished: 2022-09-19 11:36:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এছাড়া, নির্মাণকাজে পিক-আওয়ারে ৬ সহস্রাধিক স্থানীয় কর্মসংস্থান সরবরাহ করে দেশটির জন্য কিছু সংখ্যক পেশাদার জলবিদ্যুত্ কেন্দ্রের নির্মাণ ও ব্যবস্থাপনা মেধাশক্তি প্রশিক্ষণ করবে।

চলতি বছরের এপ্রিলে স্টেকোল কর্পোরেশন নির্মিত কুনেনে প্রদেশের খরা প্রতিরোধ প্রকল্পের প্রথম ও দ্বিতীয় ধাপের প্রকল্প আনুষ্ঠানিকভাবে সম্পন্ন এবং ব্যবহার করা হয়। প্রকল্পে কুনেনে নদীর ১৫০ কিলোমিটার দৈর্ঘ্য প্রধান চ্যানেল এবং জল খাওয়ার পাম্পিং স্টেশন, আবদ্ধ জলাধার ইত্যাদি স্থাপনা আছে।

কুনেনে প্রদেশ নামিবিয়া মরুভূমির কাছে। বছরের ৯ মাস খরা মৌসুম থাকে সেখানে। স্থানীয় গ্রামবাসী অগাস্টো কোন দিন ২০১৮ সালের বিরল খরার কথা ভুলে যাবেন না। তারপর স্থানীয় জনগণের “ত্রাণ বাহিনী” এসেছে। খরা প্রতিরোধ প্রকল্প কুনেনে নদীর পানিকে উন্মুক্ত চ্যানেলের মাধ্যমে নিম্ন অববাহিকার খরা এলাকায় পরিচালনা করবে। ফলে শুধু বর্ষাকালে চাষ করা আবাদি জমি খরা মৌসুমে সেচ কাজ করা যায়। স্টেকোল কর্পোরেশনের দক্ষিণ-পশ্চিম আফ্রিকা কোম্পানির জেনারেল ম্যানেজার চাও ইয়োং বলেন, প্রকল্প সম্পন্ন হবার পর মোট ২ লাখ ৩৫ হাজার মানুষ এবং ৪ লাখ গবাদিপশুর পানি ব্যবহার সমস্যা সমাধান করা যাবে। এছাড়া, ৫ হাজার হেক্টর কৃষি জমির জন্য সেচকাজ সরবরাহ করতে পারবে। অ্যাঙ্গোলা সরকার চ্যানেলের বরাবরে বৃহত্ খামার নির্মাণ করে, কৃষি উত্পাদন উন্নয়ন করার পরিকল্পনা করেছে।

বর্তমানে পানির চ্যানেলের দু’পাশে মাঝেমাঝে দেখা যায় অনেক গরু ও ছাগল পানি খাচ্ছে এবং ফসল সতেজ হয়ে উঠছে। খরা মৌসুমে প্রকল্পের সামগ্রিক সুবিধা পুরোপুরিভাবে প্রতিফলিত হচ্ছে।

অ্যাঙ্গোলার পানীয় জল নিরাপত্তা একটি বড় সমস্যা। বিশুদ্ধ পানীয় জলের অভাবে তীব্র ডায়রিয়া ও কলেরাসহ সংক্রামক রোগ দেখা দিচ্ছে।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn