বাংলা

অ্যাঙ্গোলায় খরা মোকাবিলায় ভূমিকা রাখছে চীন-আফ্রিকা মৈত্রী

CMGPublished: 2022-09-19 11:36:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘কোয়ানজা’ হল আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বৈধ মুদ্রা। নামটি দেশটির বৃহত্তম নদী কোয়ানজা থেকে নেয়া। অ্যাঙ্গোলার এ নদী বর্তমানে কিছু চীনা মানুষকে নতুন দিগন্ত ও প্রাণশক্তি প্রদান করেছে।

আফ্রিকা পানি সম্পদে ভরপুর; তবে কিছু স্থানে পানির অভাবও রয়েছে। সেখানে নীল নদ ও কঙ্গো নদীর মতো বড় নদী আছে। পাশাপাশি, বিশ্বের বৃহত্তম মরুভূমি—সাহারা--ও রয়েছে। অনেক জায়গায় বছরে শুধু বর্ষাকাল ও শুকনো মৌসুম আছে। কিন্তু বর্ষাকালে বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণের স্থাপনা নেই। শুকনো মৌসুমে খরা দেখা দেয়। অ্যাঙ্গোলাও পানি সম্পদে সমৃদ্ধ কিন্তু সেদেশে উদ্ভাবনের হার নিম্ন। তাই সেদেশে “পানির অভাব” খুবই গুরুতর।

দেশটিতে অনেক নদী রয়েছে। কোয়ানজা সহ বড় নদীর সংখ্যা প্রায় ৩০টি। কিন্তু কয়েক দশকের অভ্যন্তরীণ যুদ্ধ স্থানীয় অবকাঠামো গুরুতর ভাবে ধ্বংস করে দিয়েছে। এছাড়া, অর্থের অভাব, পিছিয়ে পড়া প্রযুক্তিসহ বিভিন্ন উপাদান পানি সম্পদের উদ্ভাবন ও ব্যবস্থাকে বিঘ্নিত করেছে। এমনকি স্থানীয় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও বাধা তৈরি করছে।

গত দশ-বার বছর ধরে দফায় দফায় চীনা প্রতিষ্ঠান “চীনা অভিজ্ঞতা” নিয়ে অ্যাঙ্গোলায় জলবিদ্যুত্ কেন্দ্র, খরা প্রতিরোধ প্রকল্প এবং পানি সরবরাহ ব্যবস্থাসহ বিভিন্ন প্রকল্প নির্মাণ করে চলছে।

চায়না গেচৌবা গ্রুপ কোং লিমিটেডের নির্মিত অ্যাঙ্গোলার কেকাই জলবিদ্যুত্ কেন্দ্র কোয়ানজা নদীর মধ্য-অববাহিকায় অবস্থিত। এটা হচ্ছে বর্তমানে দেশটিতে চীন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নির্মিত বৃহত্তম জলবিদ্যুত্ কেন্দ্র এবং “আফ্রিকার তিন-গিরিখাত প্রকল্প” বলে পরিচিত। প্রকল্পটির নির্মাণকাজ ২০১৭ সালের অগাস্টে শুরু হয় এবং এখন পুরোদমে চলছে।

কেকাই জলবিদ্যুত্ কেন্দ্র প্রকল্পের ম্যানেজার ছেন ইয়োংকাং ব্যাখ্যা করে বলেন, জলবিদ্যুত্ কেন্দ্র প্রতিষ্ঠার পর দেশটির ৪০ শতাংশেরও বেশি বিদ্যুত্ সরবরাহ চাহিদা পূরণ হবে। বছরে প্রায় ৭২ লাখ টন গ্রীনহাউস গ্যাসের নির্গমন হ্রাস করবে। বিদ্যুত্ উত্পাদনের আয় অন্যান্য অবকাঠামো নির্মাণ, প্রাকৃতিক খনি সম্পদের উত্তোলনসহ বিভিন্ন প্রকল্পে ব্যবহার করা হলে সম্পদের প্রাধান্য থেকে অর্থনৈতিক সমৃদ্ধ দেশে পরিণত হবে। জলাধার এলাকা গড়ে তোলার পর পিক শেভিং ও বন্যা নিয়ন্ত্রণের ফাংশনও হবে। ফলে ব্যাপকভাবে পানি সম্পদ ব্যবহারের পরিবেশ উন্নত হবে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn