আম চাষের মাধ্যমে দারিদ্র্যবিমোচন
বর্তমানে পু কুও পিংয়ের গ্রামে মোট ২,০০০ হেক্টর জমিতে আম চাষ হয়। এর মধ্যে ১,৪৬৬ হেক্টরের আমের ফলন হয়। ২০২১ সালে সারা গ্রামে আম উৎপাদন পরিমাণ ছিল ৫.২ কোটি ইউয়ান। আর প্রতিটি পরিবারের আম চাষের আয় ৬০ হাজার ইউয়ান ছাড়িয়েছিল। এর মধ্যে ৫০টি পরিবারের আম বিক্রির আয় ১০ লাখ ইউয়ানের বেশি ছিল। সারা গ্রামের মাথাপিছু নিষ্পত্তি-যোগ্য আয় ছিলে ২৪ হাজার ৬০০ ইউয়ান। এখন ছোট আম জনপ্রিয় হয়ে উঠেছে এবং তার বাবার তুলনায় পু কুও পিং নতুন ধরনের আম বেশি চাষ করতে চান।
গেল কয়েক বছরে বিশেষজ্ঞদের সাহায্যে পু কুও পিং নানা নতুন ধরনের আম চাষ করেন এবং তিনি আশা করেন, নিজের পরীক্ষার মাধ্যমে তিনি স্থানীয় পরিবেশের সঙ্গে সবচেয়ে উপযোগী আম খুঁজে পাবেন।
পান চি হুয়া শহরে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আমের ফলন হয়। তখন মোট ২০টিরও বেশি ধরনের আম পাকে। এর মধ্যে কোন কোন প্রজাতির আম গবেষণা প্রযুক্তির মাধ্যমে প্রজনন করা হয়েছে।
পান চি হুয়ার কৃষি ও বনবিদ্যা একাডেমীর চাষ ঘাঁটিতে বিশেষ একটি এলাকা রয়েছে। সেখানে কৃষি ও গ্রাম মন্ত্রণালয়ের আমের জার্মপ্লাজম সম্পদের সুরক্ষা কেন্দ্র অবস্থিত। মোট ১.৬ হেক্টর জমিতে অবস্থিত এ কেন্দ্রে রক্ষিত আছে ২২০টি ভাল মানের আমের বীজ। গেল কয়েক বছরে বৈজ্ঞানিক কর্মীরা রপ্তানি, বাছাই ও লালন, ও প্রজননের মাধ্যমে ১০ ধরনের ভাল মানের আম আবিষ্কার করেন। চলতি ও আগামী বছর এ ঘাঁটিতে চাষ হবে নতুন ধরনের আম। পান চি হুয়া শহরের আম শিল্পের উন্নতির ভিত্তি তৈরি করেছে এ গবেষণালয়।
বর্তমানে পান চি হুয়ার আম রাশিয়া, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও কাজাখিস্তানসহ ১০টির বেশি দেশে রপ্তানি হয় এবং রপ্তানির পরিমাণ ২৫ হাজার টনের বেশি। সারা পান চি হুয়া শহরে আম চাষের আয়তন প্রায় ৭০ হাজার হেক্টর এবং আমের বার্ষিক উৎপাদন পরিমাণ ৫.৪ লাখ টন, তার মূল্য ৩৮০ কোটি ইউয়ান।