বাংলা

পতিত জমি থেকে ‘খাদ্যের গুদাম’

CMGPublished: 2022-06-24 18:38:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০২১ সালে ‘বেইতাহুয়াং কৃষি গ্রুপ কোম্পানির’ শস্য চাষ করা জমির আয়তন ৩০ হাজার বর্গকিলোমিটারে উন্নীত হয়। ২০২০ সালে এখান থেকে শস্য সরবরাহ করা হয় ২০ বিলিয়ন কেজি। যা দেশের মোট শস্য উত্পাদনের ২০ শতাংশ। বেইতাহুয়াংয়ের আগের পতিত জমি এখন সত্যিকারের ‘শস্যের গুদামে’ পরিণত হয়েছে।

এখন বেইতাহুয়াং ‘কৃষি প্রকল্পকে বিমানবাহী জাহাজ’ বলা হয়। শস্য চাষাবাদ, রোপণ, পরিচালনা এবং ফলন—সব কিছুই যন্ত্রের মাধ্যমে করা হয়। সেই সঙ্গে কৃষি খামার স্যাটেলাইট নেভিগেশন, ক্লাউড কাউন্টিংসহ বিভিন্ন প্রযুক্তি দিয়ে জমি পরিচালনা করা হচ্ছে। এই প্রাণচঞ্চল জমিতে তরুণ-যুবকরা আরো বেশি উন্নয়নের চালিকাশক্তি যুগিয়েছে।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn