বাংলা

গ্রামীণ শিশুদের সঙ্গীত স্বপ্ন

CMGPublished: 2022-06-22 11:16:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের হুনান প্রদেশের সবচেয়ে উত্তরে পাহাড়ের পাদদেশে একটি স্কুল আছে। তার নাম সুয়াং সি পিং মাধ্যমিক স্কুল। স্কুলে ৭০ জন সদস্য নিয়ে গঠিত একটি অ্যাকর্ডিয়ন ব্যান্ড আছে। তাদের সংগীতের সুন্দর আওয়াজ শান্ত গ্রামে বেজে ওঠে।

২০১৪ সালে এ অ্যাকর্ডিয়ন ব্যান্ড গঠন করেন শিক্ষক কুও ওয়ে সিয়াং। তিনি অনেক শিশুকে সঙ্গীতের স্বপ্ন দেখিয়েছেন। প্রতিমাসে শিক্ষক কুও একবার আউটডোর ক্লাসরুম অনুষ্ঠানের আয়োজন করেন। সুন্দর সঙ্গীত সেখানকার প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে মিলে গেছে।

কুও ওয়ে সিয়াংয়ের বাড়ি ছাং শা শহরে। সুয়াং সি পিং স্কুলে যেতে দু ঘন্টার গাড়ি যাত্রা দরকার এবং পাহাড় অতিক্রম করতে হয়। আগে তিনি নিজে গাড়ি চালিয়ে আসতেন, তবে একবার একটি দুর্ঘটনা হয়েছে। তখন ক্লাস শেষ করে বাড়ি ফিরে যাচ্ছিলেন শিক্ষক কুও, তখন তার খুব ক্লান্তি বোধ হয়। ফলে দু-এক সেকেন্ডের মতো চোখ বন্ধ করেছিলেন। ঠিক সে মুহূর্তে গাড়িটা পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়েছে। শিক্ষক কুওয়ের বয়স ৬৮ বছর। এ দুর্ঘটনার কথা জেনে অনেক চিন্তিত স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। সবাই সিদ্ধান্ত নেয় যে, তারা শিক্ষক কুওকে পিকআপের দায়িত্ব বহন করবে।

কুও ওয়ে সিয়াংয়ের মনে অনেক আগে থেকেই জন্ম নেয় একজন গ্রামীণ শিক্ষক হবার স্বপ্ন। ২০১৪ সালে তিনি হুনান ক্যাবরে থিয়েটার থেকে অবসর নিয়েছেন এবং ছাং শা শহরের পাশে গ্রামীণ স্কুলে শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ খুঁজে পেয়েছেন। তখন তিনি সুয়াং সি পিং মাধ্যমিক স্কুলের অধীনে একটি প্রাথমিক স্কুলে একটি অ্যাকর্ডিয়ন ক্লাসের আয়োজন করেন। ওই সময়ে স্কুলে মাত্র ৪টি ক্লাসরুম ছিল এবং খেলার মাঠ কর্দমাক্ত ছিল। নিজের খরচে কুও ওয়ে সিয়াং ২০টি অ্যাকর্ডিয়ন কিনেছেন এবং উপহার হিসেবে ছাত্রছাত্রীদেরকে দিয়েছেন। প্রতি দু-সপ্তাহে একবার তিনি এ স্কুলে এসে ক্লাস নিয়েছেন। অনেক শিশু প্রথম বারের মতো অ্যাকর্ডিয়ন দেখে এবং তারা এই যন্ত্র বাজাতে আগ্রহী হয়। পরে আরও দুটি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরাও শিক্ষক কুওর ক্লাসে যোগ দেয়। মোট ২০০ জন শিক্ষার্থী রয়েছে শিক্ষক কুও’র। বর্তমানে অ্যাকর্ডিয়ন ব্যান্ডে রয়েছে ৭৫ জন সদস্য। তারা অনেক বছরের মতো শিক্ষক কুও’র কাছ থেকে অ্যাকর্ডিয়ন বাজাতে শিখেছে। শুরুতে তারা শীট সঙ্গীত জানতো না, তবে এখন তারা সুন্দরভাবে বাজাতে পারে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn