বাংলা

চীনে চলছে ব্র্যান্ডের মাধ্যমে কৃষির উন্নয়ন

CMGPublished: 2022-05-23 15:59:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কৃষি ব্র্যন্ডের প্রতিযোগিতার শক্তি উন্নত করতে গুণমান হলো ভিত্তি এবং বৈশিষ্ট্য হলো চাবিকাঠি। সাম্প্রতিক বছরগুলোতে কৃষি ও গ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালনায় বিভিন্ন জায়গার সম্পদের প্রাধান্য কাজে লাগিয়ে কৃষি ব্র্যান্ড নির্মাণের ভিত্তি দৃঢ় করা হয়। ২০২১ সালের শেষ নাগাদ পর্যন্ত জাতীয় সবুজ, জৈব ও ভৌগলিক ইঙ্গিতের কৃষি পণ্য ৫৯ হাজারের বেশি ছিল। চিহ্নিত বৈশিষ্ট্যগত কৃষি পণ্য সুবিধা এলাকা ৩০৮টি ও ১শ’প্রাধান্য বৈশিষ্ট্যময় শিল্প-গ্রুপ প্রতিষ্ঠিত হয়। এছাড়া, জাতীয় কৃষি পণ্য উত্পাদন বাজার ২১টি নির্মিত হয়। উ ছাং চাল, লুও ছুয়ান আপেল, পশ্চিম হ্রদ লোং চিং এবং স্যু‌ই ইয়ু গলদা চিংড়িসহ বিভিন্ন শক্তিশালী ব্র্যান্ডের প্রাণশক্তি দেখাচ্ছে। “একটি জেলার একটি শিল্প, একটি গ্রামের একটি বৈশিষ্ট্য এবং একটি গ্রামের একটি ব্র্যান্ড’ এমন কাঠামো দিন দিন প্রতিষ্ঠিত হচ্ছে। আঞ্চলিক পাবলিক ব্র্যান্ড, প্রাতিষ্ঠানিক ব্র্যান্ড ও পণ্য ব্র্যান্ড উন্নয়ন হচ্ছে। বৈশিষ্ট্যময় শিল্পের উন্নয়ন নতুন পর্যায়ে এগিয়ে যাচ্ছে।

২০১৯ সাল থেকে কৃষি ও গ্রাম-বিষয়ক মন্ত্রণালয় ব্র্যান্ড তালিকা স্থাপন করে কৃষি পণ্য এলাকার পাবলিক ব্র্যান্ড নির্মাণের মানদণ্ড স্থাপন করে, এবং বিভিন্ন জায়গার ব্র্যান্ড উন্নয়ন ব্যবস্থা প্রতিষ্ঠায় নেতৃত্ব দেয়। ২০২১ সালের শেষ নাগাদ প্রাদেশিক পর্যায়ের কৃষি ও গ্রাম-বিষয়ক বিভাগের তালিকায় অন্তর্ভূক্ত গুরুত্বপূর্ণ লালন-পালন সৃষ্ট কৃষি পণ্য এলাকার পাবলিক ব্র্যান্ড প্রায় ৩ হাজার, প্রতিষ্ঠান ব্র্যান্ড প্রায় ৫ হাজার ১শ’ এবং পণ্য ব্র্যান্ড প্রায় ৬ হাজার ৪শ’।

“দারিদ্র থেকে দারিদ্র্যবিমোচন হয়ে সচ্ছল জীবন পর্যন্ত চিং কাং মধু পোমেলো আমাকে ডেকে আনা গুণগত উল্লম্ফন।” ঠিক চিয়াং সি প্রদেশের চি আনের পোমেলো কৃষকের মতো, অনেক দরিদ্র এলাকার কৃষকের ব্র্যান্ডের শক্তির প্রতি আরো গভীর অনুভূতি আছে। ব্র্যান্ডের সাহায্যে এক একটি স্থানীয় বৈশিষ্ট্যময় কৃষি পণ্য সবুজ পানি ও পাহাড়কে স্বর্ণ ও রৌপ্য পাহাড়ে পরিবর্তিত সোনালি চাবিতে পরিণত হয়।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn