বাংলা

সুন্দর প্রকৃতি চীনে বাঘের ঘরে ফিরতে সাহায্য করছে

CMGPublished: 2022-05-20 16:32:43
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন বিশাল একটি দেশ, চীন হলো বিশ্বে জীববৈচিত্র্যে সবচেয়ে সমৃদ্ধ দেশ। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রাকৃতিক সভ্যতার চিন্তাধারার নেতৃত্বে, চীন প্রকৃতিকে শীর্ষস্থানে রেখেছে, সবুজ উন্নয়ন করেছে, জীববৈচিত্র্য সংরক্ষণ ব্যবস্থা সুসংহত করেছে, এর ফলে সরকারের নেতৃত্বে, গোটা সমাজের অংশগ্রহণ এবং সহযোগিতার ব্যবস্থা স্থাপিত হয়। চীনের জীববৈচিত্র্য সংরক্ষণ খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

ফ্রেডরিক কুলমে, আফ্রিকার বন্যপ্রাণী তহবিলের চেয়ারম্যান, তিনি বলেন, চীনের জীববৈচিত্র্য বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ। চীন সরকার প্রাকৃতিক সভ্যতা নির্মাণের যে সিদ্ধান্ত নিয়েছে, তা দৃষ্টান্তমূলক। যেমন প্রকৃতি সভ্যতাকে ভবিষ্যত উন্নয়নের মৌলিক চিন্তাধারা হিসেবে নির্ধারণ করেছে চীন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ‘জীববৈচিত্র্য কনভেনশনের’ ১৫তম স্বাক্ষরকারী দেশের শীর্ষসম্মেলনে বলেছিলেন, জীববৈচিত্র্য পৃথিবীকে প্রাণচঞ্চল করেছে; তা মানবজাতির টিকে থাকা এবং উন্নয়নের ভিত্তি। জীববৈচিত্র্য সংরক্ষণ পৃথিবী রক্ষায় সহায়ক। এখন চীনের প্রাকৃতিক পরিবেশের টেকসই উন্নয়ন উত্তর-পূর্ব বাঘের ঘরে ফিরে আসার পথকে আলোকিত করেছে, মানবজাতি ও প্রকৃতির সুষম সহাবস্থানের সুন্দর দৃশ্য চীনে দেখা যাচ্ছে।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn