বাংলা

সুন্দর প্রকৃতি চীনে বাঘের ঘরে ফিরতে সাহায্য করছে

CMGPublished: 2022-05-20 16:32:43
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, বন্যপ্রাণীর মধ্যে বাঘ বিশেষ ধরনের একটি প্রাণী। বাঘ চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জাতীয় পশু বেঙ্গল টাইগারের মতো চীনের উত্তর-পূর্ব অঞ্চলের বাঘ বেশ গুরুত্বপূর্ণ। এটি বিলুপ্ত প্রজাতির প্রাণী। তাহলে এখন এই বিলুপ্ত পশুর কি অবস্থা? বাঘ সংরক্ষণে চীনের কিছু অভিজ্ঞতা আছে, যা বাংলাদেশের জন্যও সহায়ক হতে পারে? আজ এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো।

বন্ধুরা দেখুন, এটা হল চীনের উত্তর-পূর্বাঞ্চলের বাঘ লেপার্ড জাতীয় উদ্যান (Northeast Tiger Leopard National Park)। এখানে বাঘ ও লেপার্ড আরামের সঙ্গে থাকে। আগের এই বিলুপ্ত প্রাণী আবারও প্রকৃতির কোলে ফিরে এসেছে। চীন কীভাবে মানবজাতি ও প্রকৃতির সুষম সহাবস্থান নিশ্চিত করেছে?

গত বছরের অক্টোবর মাসে চীনের ইয়ুননান প্রদেশের খুনমিং শহরে অনুষ্ঠিত জাতিসংঘের জীববৈচিত্র্য কনভেনশনের ১৫তম স্বাক্ষরকারী দেশের সম্মেলনে চীন প্রথম দফায় ৫টি রাষ্ট্রীয় উদ্যানের নাম তালিকা প্রকাশিত হয় এর মধ্যে চিলিন এবং হেই লুং চিয়াং প্রদেশের চীনের উত্তর-পূর্ব বাঘ লেপার্ড জাতীয় উদ্যান এর মধ্যে অন্যতম।

উত্তর-পূর্ব বাঘ লেপার্ড জাতীয় উদ্যানের আয়তন ১৪ হাজার বর্গকিলোমিটার। এটি হল চীনের একমাত্র বন্য উত্তর-পূর্বাঞ্চলের বাঘ এবং লেপার্ডের স্থিতিশীল বাসস্থান ও জন্মের স্থান। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সেখানে বন্য উত্তর-পূর্ব টাইগারের সংখ্যা আগের ২৭টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪২টিতে। আর লেপার্ডের সংখ্যা আগের ৫০টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬০টিতে। সেখানকার কর্মীরা মনিটার করে আবিষ্কার করেছেন যে নতুন জন্ম নেওয়া ১০টিরও বেশি ছোট বাঘ এবং ৭টিরও বেশি ছোট লেপার্ড। আর তা সেই উদ্যান থেকে বিভিন্ন প্রদেশে সম্প্রসারণ করা হয়। এর আগে চীনে বুনো বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছিল। এমন গুজব ভেঙে দিয়েছে সেই বাস্তবতা।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn