বাংলা

আকাশ ছুঁতে চাই ৯৫

CMGPublished: 2024-11-07 18:57:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

থিয়ানলিন ইয়াও এমব্রয়ডারিতে মূলত ইয়াও জাতির মানুষের জীবনকে ফুটিয়ে তোলা হয়।

পান হাইইয়ানের জন্ম ১৯৭০ সালে। তিনি শৈশব থেকে এই বিশেষ এমব্রয়ডারির প্রতি আগ্রহী। নিজের মা ও নানীর কাছ থেকে তিনি সুইসুতার কাজে প্রথম পাঠ নেন।

তিনি থিয়ানলিন ইয়াও এমব্রয়ডারিতে দক্ষ হয়ে ওঠেন। অনেকগুলো স্টিচে তিনি রীতিমতো ওস্তাদ হয়ে ওঠেন। তিনি এক ডজনের বেশি বিশেষ নকশা তৈরি করেছেন এবং বিশেষ ধরনের কিছু নকশা নিজে উদ্ভাবন করেছেন।

এই বিশেষ কারুশিল্প যেন হারিয়ে না যায় সেজন্য তিনি নিজস্ব কারখানা স্থাপন করেছেন। সেখানে তিনি নতুন নতুন নকশাশিল্পী তৈরি করছেন। তিনি নতুন প্রজন্মের নারীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn