আকাশ ছুঁতে চাই ৯৫
এবারের পর্ব
১. থিয়ানলিন ইয়াও নকশী ঐতিহ্যের ধারক
২. লুও মিনছিন: ম্যারাথনে জীবন্ত কিংবদন্তি
৩. হালকা খাবারে ক্রেতার মন জয়
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন।
আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর সাফল্য, সমস্যা, সম্ভাবনা ও এগিয়ে যাওয়া নিয়ে।
আজকের অনুষ্ঠানে রয়েছে চীনের থিয়ানলিন ইয়াও নকশী ঐতিহ্যের ধারক কারুশিল্পী নারী পান হাইইয়ানের কথা। আরও রয়েছে চীনের ম্যারাথনে জীবন্ত কিংবদন্তি নারী লুও মিনছিনের গল্প। এবং হালকা খাবার দিয়ে ক্রেতাদের মন জয় করা নারী কেং সুয়ের কথা।
থিয়ানলিন ইয়াও নকশী ঐতিহ্যের ধারক
চীনের বিভিন্ন জাতিগোষ্ঠীর রয়েছে সমৃদ্ধ অবৈষয়িক ঐতিহ্য। বিভিন্ন রকম অবৈষয়িক ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে যাচ্ছে নারীদের হাত ধরে। এমনি একটি অবৈষয়িক ঐতিহ্য হলো থিয়ানলিন ইয়াও এথনিক এমব্রয়ডারি । এই নকশীকাজের একজন ধারক বা ইনহেরিটর হলেন পান হাইইয়ান। শুনবো তার গল্প।
দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের বাইস্য সিটির থিয়ানলিন কাউন্টি।এখানে ইয়াও জাতির অনেক মানুষ বাস করেন।
ইয়াওদের এমব্রয়ডারি বা নকশী কাজ বিখ্যাত। থিয়ানলিন কাউন্টির ইয়াওদের নকশীকাজের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই নকশীকাজকে থিয়ানলিন ইয়াও এথনিক এমব্রয়ডারি বলা হয়। এই বিশেষ ধরনের ইয়াও এমব্রয়ডারির একজন ধারক হলেন পান হাইইয়ান।