বাংলা

আকাশ ছুঁতে চাই ৯৩

CMGPublished: 2024-10-24 17:33:43
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আন্না বলেন, ‘প্রথমে এটি একটি সাধারণ আইডিয়া ছিল।পরে এ নিয়ে পরিকল্পনা করতে করতে একসময় রিজিওনাল কমপ্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ আরসিইপি আন্তর্জাতিক ট্যালেন্ট পরিষেবা কেন্দ্র সম্পর্কে জানতে পারি। সেখানকার রেজিস্ট্রেশন পদ্ধতি ,কিভাবে ভিসা প্রসেস করতে হবে, ব্যাংক হিসাব খেলা এবং ট্যাক্স বিষয়ে জানতে পারি।’ এরপর তিনি নিজের প্রতিষ্ঠান শুরু করেন।

বর্তমানে আন্নার নিজস্ব কোম্পানি রয়েছে। রাশিয়া ও চীনের মধ্যে প্রতিভা বিনিময়ে সেতু বন্ধন, পর্যটনের পরামর্শ, ব্যবসা, শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে কনসালটেন্ট হিসেবে কাজ করে এই কোম্পানি।

এইভাবে সিআন শহরে আরসিইপি বিদেশি উদ্যোক্তাদের পরামর্শ এবং সহায়তা দিচ্ছে।

আন্না চীনে বসবাস করাটাকে ভীষণ উপভোগ করেন।

আন্না ঐতিহ্যবাহী চীনা পোশাক হানফু পরেন। কখনও কখনও স্থানীয় ল্যান্ডমার্ক বেল টাওয়ার, জায়ান্ট ওয়াইল্ড গুজ প্যাগোডাসহ বিভিন্ন স্থান ঘুরে বেড়ান।

আন্না মনে করেন তিনি দুই দেশের মধ্যে সেতু বন্ধন রচনা করছেন। তিনি নিজের দেশকে যেমন ভালোবাসেন তেমনি ভালোবাসেন চীনকে। তিনি মনে করেন তিনি দুই দেশকে কাছাকাছি নিয়ে আসছেন। দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বাড়াচ্ছেন।

আন্নার মতো আরও অনেক বিদেশি নারী এইভাবে চীনে নিজেদের আবাস গড়ে নিয়েছেন।

প্রতিবেদন: শান্তা মারিয়া

সম্পাদনা: আফরিন মিম

আকাশ ছুঁতে চাই অনুষ্ঠান শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। আগামি অনুষ্ঠানে শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। ভালো থাকুন সুস্থ থাকুন চাই চিয়েন।

সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn