বাংলা

আকাশ ছুঁতে চাই ৮৪

CMGPublished: 2024-08-23 15:16:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ন্যাশনাল ফারমার পেইন্টিং এক্সিবিশনে ২০১২, ২০১৭ এবং ২০২০ সালে তার তিনটি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়। চায়না আর্টিস্ট আ্যসোসিয়েশন এই প্রদর্শনীর আয়োজক। তিনি এই সংস্থার সদস্য পদও লাভ করেন। ২০১৩ সালে পঞ্চম সিউচৌ চায়না ফারমারস পেইন্টিং আর্ট ফেস্টিভ্যালে তিনি স্বর্ণজয় করেন।

তার শিল্পকর্মের বেশিরভাগ বিষয়বস্তু গ্রামের দৈনন্দিন জীবন ও চার পাশের প্রকৃতি। তিনি মনে করেন লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য নতুন পদ্ধতিও অবলম্বন করতে হবে। ৫৯ বছর বয়সী এই নারী শিল্পী প্রায়ই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। অনেক তরুণ শিল্পী তার কাছ থেকে এই শিল্পকর্ম শিখছে। তিনি বিভিন্ন চারুকলা প্রতিষ্ঠানেও ওয়ার্কশপ পরিচালনা করেন।

শাওলিন কুংফুকে ভালোবাসেন ইরাকি নারী

ছোটবেলা থেকে শাওলিন কুংফু ভালোবাসেন ইরাকি নারী সেওয়া জাসরাও। সম্প্রতি তিনি চীনের শাওলিন টেম্পলে এসে নতুন প্রশিক্ষণ নিয়েছেন। শুনবো তার গল্প।

ইরাকের নারী সেওয়া জাসরাও। ছোটবেলা থেকে তার স্বপ্ন শাওলিন টেম্পলে আসবেন এখানে কুংফুর ট্রেনিং নিবেন। সম্প্রতি তার এই স্বপ্ন সফল হয়েছে। তিনি শাওলিন টেম্পলে এসে ট্রেনিং নিয়েছেন। এমনিতে তিনি ১৮ বছর বয়স থেকে ইরাকেই কুংফু শিখেছেন। তিনি সবসময় ভাবতেন কবে আসবেন চীনে।

গ্লোবাল শাওলিন কুং ফু প্রতিযোগিতায় অংশ নিতে তিনি হ্যনান প্রদেশে আসেন। সঙ্গে তার জীবনসঙ্গীও ছিলেন। এখানে তিনি কুংফু শিক্ষকদের কাছ থেকে উচ্চতর প্রশিক্ষণ নেন।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn