আকাশ ছুঁতে চাই ৭৯
সাম্প্রতিক অনুষ্ঠানে ইয়ুয়েচু অপেরা শিল্পী চেন লিচুন দর্শকদের কাছ থেকে দুর্দান্ত সমর্থন পেয়ে অভিভূত হয়েছেন। ৩২ বছর বয়সী এই নারী দীর্ঘদিন ধরে ইয়ুয়েচু অপেরায় অভিনয় করছেন।
চীনের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ অপেরা। অপেরা হলো সংগীত ও নাচের মাধ্যমে একধরনের যাত্রা পালা। চীনে বিভিন্ন রকম অপেরা রয়েছে। যেমন বেইজিং অপেরা, কুনছু অপেরা ইত্যাদি।
ইয়ুয়েচু অপেরা চীনের ঐতিহ্যবাহী নাট্যশিল্পের একটি বিশেষ ধারা। ইয়াংজি নদীর অববাহিকা অঞ্চলে এই বিশেষ ধরনের অপেরা বেশি জনপ্রিয়। এই বিশেষ ধরনের অপেরায় পুরুষের চরিত্রে নারীরা অভিনয় করে থাকেন।
রাইডিং উইন্ডের মঞ্চে সাধারণত পপ মিউজিক প্রাধান্য বিস্তার করে থাকে। কিন্তু এবারের শোতে ঐতিহ্যবাহী ইয়ুয়েচু অপেরা যে আলোড়ন সৃষ্টি করেছে এবং এর শিল্পী চেন লিচুন যে দর্শক সমর্থন পেয়েছেন তা সত্যিই অবাক করার মতো।