বাংলা

আকাশ ছুঁতে চাই ৭৯

CMGPublished: 2024-07-18 17:38:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১ রাইডিং উইন্ডের মঞ্চে দ্যুতি ছড়াচ্ছে নারী শক্তি

২. টিসিএম প্র্যাকটিস করে সাফল্য পেয়েছেন কাজাখ নারী মইসেইয়েভা

৩. ইতিহাস থেকে প্রেরণা নেন সংগীত তারকা লিউ লিয়ান

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

রাইডিং উইন্ডের মঞ্চে দ্যুতি ছড়াচ্ছে নারী শক্তি

চীনের জনপ্রিয় মিউজিক রিয়েলিটি শো রাইডিং উইন্ড। এখানে ত্রিশ বছরের বেশি বয়সের নারী শিল্পীরা তাদের প্রতিভার পরিচয় দেন। সম্প্রতি এই মঞ্চে দ্যুতি ছড়িয়েছেন ঐতিহ্যবাহী ইয়ুয়েচু অপেরার নারী শিল্পী চেন লিচুন। তিনি দর্শকদের ব্যাপক প্রশংসা পেয়েছেন। শুনবো এই জয়িতার গল্প।

প্যাকেজ: চীনের জনপ্রিয় টিভি রিয়েলিটি প্ল্যাটফর্ম রাইডিং উইন্ড অনুষ্ঠানের মঞ্চ। স্পটলাইট এসে পড়লো শূন্য মঞ্চে দাঁড়ানো এক নারীর ওপর। তার পরনে প্রাচীন ঐতিহ্যবাহী পোশাক হানফু। চোখে বীরত্বের দীপ্তি। সাহসী কণ্ঠে তিনি পরিবেশন করলেন ইয়ুয়েচু অপেরার গান।

দর্শকরা উল্লাসে সমর্থন জানালো তাকে। সম্মিলিত কণ্ঠে ধ্বনিত হলো তার নাম। চেন লিচুন।

২০২০ সালে শুরু হওয়ার পর থেকে রাইডিং উইন্ড টিভি রিয়েলিটি শো নারীদের শক্তি, সৌন্দর্য ও প্রতিভাকে তুলে ধরছে। এই শোতে সাধারণত বিনোদন জগতে সক্রিয় ভূমিকা রাখা সংগীতশিল্পী, চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী, নারী সঞ্চালক, নৃত্যশিল্পীরা অংশ নিয়ে থাকেন। এখানে যারা অংশ নেন তাদের বয়স ত্রিশ পেরিয়ে গেছে। একটি কথা প্রচলিত আছে যে, বিনোদন জগতে বা শো বিজে ত্রিশ বছর বয়স পেরিয়ে গেলে নারীদের ক্যারিয়ারের গতি নিচে নামতে থাকে। তাদের জনপ্রিয়তাও কমতে থাকে। কিন্তু রাইডিং উইন্ড অনুষ্ঠানে অংশ নেয়া নারীরা প্রমাণ করেছেন যে, বয়স কোন বিষয় নয়। পঞ্চাশ পেরিয়ে যাওয়া নারীরাও এখানে তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছেন।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn