বাংলা

আকাশ ছুঁতে চাই ৭৭

CMGPublished: 2024-07-04 17:19:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. চান ছুনপেই: বিপদে এগিয়ে আসা সাহসী বোন

২. হংকংয়ে বাংলাদেশী নারী কর্মীদের জন্য বিশেষ আয়োজন

৩. মানবসেবাই যার জীবনের লক্ষ্য

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

চান ছুনপেই: বিপদে এগিয়ে আসা সাহসী বোন

একজন সাহসী নারী চান ছুনপেই। তিনি চীনের পাবলিক ওশ্যান গোয়িং জাহাজের প্রথম নারী ক্যাপ্টেন। এখন পর্যন্ত বিশটির বেশি উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। শুনবো এই সফল নারীর গল্প।

বিক্ষুব্ধ সমুদ্র। বিপদ সংকুল ঢেউ ভেঙে এগিয়ে চলেছে একটি জাহাজ। হাইসুন ১ নামের পাঁচ হাজার টন টহল জাহাজটি শাংহাই মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের একটি উদ্ধার জাহাজ। এর ক্যাপ্টেন একজন নারী। নাম তার চান ছুনপেই। তিনি চীনের পাবলিক ওশ্যান গোয়িং জাহাজের প্রথম নারী ক্যাপ্টেন। ৩৩ বছর বয়সী এই সাহসী নারী এখন পর্যন্ত ২০টির বেশি প্রধান উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। এই অভিযানের মধ্যে মালয়েশিয়া এয়ারলাইন্সের সেই হারানো বিমান ফ্লাইট এমএইচ ৩৭০ অনুসন্ধান অভিযানও ছিল।

তিনি নিজের বিষযে বলেন তিনি একজন প্রকৃত বোন যিনি বিপদে এগিয়ে যান।

চান ছুনপেই ২০১৩ সালে শাংহাই মেরিটাইম বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশনের পর শাংহাই মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশনে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি যখন শোনেন সে সময় দেশের সবচেয়ে বড় ও আধুনিক মেরিটাইম পেট্রল অ্যান্ড রেসকিউ বা টহল ও উদ্ধার জাহাজ হাইসুন যাত্রা মুরু করবে তখন তিনি সেখানে যোগ দেয়ার সুযোগ খোঁজেন। সুযোগ আসে ২০১৪ সালে। সেসময় মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ এমএইচ৩৭০ ফ্লাইটের খোঁজে ভারত মহাসাগরে সন্ধান ও উদ্ধার অভিযান চলছিল। তিনি সেই অভিযানে নেমে পড়েন।

এরপর থেকে অনেক উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন চান। তিনি মনে করেন মানুষের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করার মধ্যে যে আনন্দ ও শান্তি রয়েছে তা অনন্য। এমন অনেকবার হয়েছে যখন অন্য সবাই হাল ছেড়ে দিলেও তিনি হাল ছাড়েননি এবং একেবারে শেষ মুহূর্তেও কোন মানুষকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn