আকাশ ছুঁতে চাই ৭৩
কর্মশালার মাধ্যমে প্রতিবন্ধী নারীদের তৈরি পণ্যগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী কিছু কারুশিল্প। বেইজিং সিল্ক শিল্প, কাপড়ের উপর টিবেটান বৌদ্ধ পেইন্টিং যেটি থাংকা নামে পরিচিত, খড় ও মাছের আঁশের তৈরি নানা রকম চিত্র ইত্যাদি।
নকশী কারুকাজ করা বিভিন্ন কাপড় ও ব্যবহার্যসামগ্রী ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করে। এতে প্রতিবন্ধী নারীদের কর্মসংস্থানের পথ প্রসারিত হয়।
কুইচৌর লিপিং কাউন্টির লু ইয়ংচিয়াং অগ্নি দুর্ঘটনায় শৈশবেই প্রতিবন্ধী হয়ে পড়েন। এই দুর্ভাগ্যের পরও দমে না গিয়ে নিজের ধৈর্য, অধ্যবসায় আর প্রতিভার মাধ্যমে তিনি নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন তেমনি স্থানীয় অন্য অনেক প্রতিবন্ধী নারীর কর্মসংস্থানের পথ করে দিয়েছেন।
লু ইয়ংচিয়াং বলেন, ‘আমি শৈশব থেকেই একজন প্রতিবন্ধী মানুষ। চীনের কমিউনিস্ট পার্টির ভালো কিছু নীতির মাধ্যমে আমি উপকৃত হয়েছি। আমি ৭০ থেকে ৮০ জন এমব্রয়ডারি শিল্পীর দলকে নেতৃত্ব দিই। আমরা বুনন, এমব্রয়ডারি, ডাইং, ব্রোকেডের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্য তৈরি করি। সমাজের সর্ব স্তরের মানুষের কাছ থেকে সমর্থন পেয়েছি। এর মাধ্যমে আমরা নিজেদের খাবার নিজেরাই উপার্জন করছি। মিয়াও এখনিক টাউন এবং তোং এথনিক গ্রামগুলোতে কাজ করার মাধ্যমে গ্রামীণ পুনরুজ্জীবনেও অবদান রাখছি।’