বাংলা

আকাশ ছুঁতে চাই ৭৩

CMGPublished: 2024-06-06 16:43:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. প্রতিবন্ধী নারীদের কর্মসংস্থানে নতুন প্রকল্প

২. প্রত্নতাত্ত্বিক নারী ওয়াং রুই-এর জীবন

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

ওসি: চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেন সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত হলো ২০তম চায়না ইন্টারন্যাশনাল কালচারাল ইন্ডাস্ট্রিজ ফেয়ার। এই সাংস্কৃতিক শিল্পমেলায় প্রথমবারের মতো শুরু করা হয় প্রতিবন্ধী নারীদের কর্মসংস্থানের জন্য একটি প্রকল্প। এই প্রকল্পর স্টলে প্রতিবন্ধী নারীদের তৈরি বিভিন্ন রকম কারুশিল্প দেখে অনেকেই মুগ্ধ হন। বিস্তারিত প্রতিবেদনে

দর্শকরা মুগ্ধ হয়ে দেখছেন চমৎকার কারুশিল্প। ঐতিহ্যবাহী হস্তশিল্প তৈরি করছেন নারী। ২০তম চায়না ইন্টারন্যাশনাল কালচারাল ইন্ডাস্ট্রিজ ফেয়ার (আই সি আই এফ) বা আন্তর্জাতিক সাংস্কৃতিক শিল্প মেলায় দেখা গেছে এমন দৃশ্য। সদ্য সমাপ্ত এই সাংস্কৃতিক শিল্প মেলায় নজর কেড়ে নেয় একটি স্টল। প্রতিবন্ধী নারীদের কর্মসংস্থানের জন্য একটি প্রকল্পের উদ্বোধন হয় এই মেলায়।

জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের একজন ধারক চাং ইয়ানমেই বলেন, ‘আমি এখন মিয়াও এমব্রয়ডারি করছি। কুইচৌ প্রদেশের ছিয়ানতোংনান মিয়াও এবং তোং স্বায়ত্তশাসিত প্রিফেকচারের বসবাসরত মিয়াও জাতির ঐতিহ্য ধারণ করে এই এমব্রয়ডারি। এটি বেবি ক্যারিয়ার স্ট্র্যাপ। এর মাধ্যমে স্থানীয় নারীরা তাদের শিশুদের বহন করে। আমরা প্রাচীন নকশার সঙ্গে আধুনিক ডিজাইনের ধারণা যুক্ত করেছি। রঙের ব্যবহারে এনেছি নতুনত্ব। মিয়াও এমব্রয়ডারির বিশেষ কিছু স্টিচ ও নকশা ব্যবহার করেছি। এগুলো আধুনিক দৈনন্দিন জীবনে ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে। ’

শেনেচেন সিটিতে অনুষ্ঠিত পাঁচদিনের এই মেলায় ১ লাখ ২০ হাজার পণ্য প্রদর্শন করা হয়। এর মধ্যেও দৃষ্টি আকর্ষণ করে প্রতিবন্ধী নারীদের তৈরি পণ্যগুলো। ‘সুন্দরী কর্মশালা’ নাম দিয়ে এই প্রকল্প চালু করা হয়। চায়না ডিজঅ্যাবেলড পারসনস ফেডারেশন, অল চায়না উইমেন’স ফেডারেশন, জনসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রকল্প উদ্বোধন হয়।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn