বাংলা

আকাশ ছুঁতে চাই ৬৭

CMGPublished: 2024-04-25 22:07:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অর্থনীতিতে নারী শক্তির এই অবদানকে ইতিবাচকভাবে দেখছেন দেশি-বিদেশি উৎপাদকরা।

প্রতিবেদন: শান্তা মারিয়া

সম্পাদনা: রহমান

সিচাংয়ের নৃবিজ্ঞানী বাইমা কুও

সিচাংয়ের উচ্চ-পর্বতমালার কঠিন পরিবেশে বসবাসকারী পশুপালকরা তাদের অনন্য সংস্কৃতি ও জীবনযাত্রার জন্য বিখ্যাত। নৃবিজ্ঞানী বাইমা কুও দীর্ঘদিন ধরে এই সম্প্রদায়ের সঙ্গে কাজ করছেন, তাদের জীবনধারা, রীতিনীতি নিয়ে বিস্তারিত গবেষণা করছেন। কুও'র গবেষণা তিব্বতীয় পশুপালকদের জীবন সম্পর্কে বোঝার পরিধি বিস্তৃত করে তুলেছে এবং তাদের সংস্কৃতির টিকে থাকার গুরুত্ব তুলে ধরেছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।

উত্তর সিচাং মালভূমির নাগচুতে জন্মগ্রহণ করেন বাইমা কুও । একজন নৃবিজ্ঞানী হিসেবে তিনি সিচাংয়ের পশুপালকদের জীবনযাত্রা নিয়ে ব্যাপক গবেষণা করছেন। স্নাতক থেকে ডক্টরেট পর্যন্ত নৃতাত্ত্বিক হওয়ার প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ২০১২ সালে পিএইচডি ডিগ্রী অর্জনের পর তিনি সিচাংয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের গবেষণায় গভীরভাবে মনোযোগ দিয়েছেন।

তিনি তার কাজের জন্য বেশ কয়েকটি পুরষ্কার জিতেছেন। কুও তার গবেষণায়, তিব্বতীয় পশুপালকদের জীবনযাত্রার বিভিন্ন দিক উন্মোচন করেছেন। তাদের পশুপালন, কৃষিকাজ, বাণিজ্য এবং ধর্মীয় অনুশীলন সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। কুও দেখেছেন, তিব্বতীয় পশুপালকরা প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে এবং তারা পরিবেশের উপর নির্ভর করে। তাদের জীবনযাত্রা ঋতু অনুসারে পরিবর্তিত হয় এবং তারা তাদের পশুপালনের উপর নির্ভর করে তাদের খাদ্য, পোশাক ও আশ্রয় সংগ্রহ করে।

বাইমা কুও বিশ্বাস করেন, সিচাং সম্পর্কে বিদ্যমান ভুল ধারণা দূর করার জন্য বিদেশীদের সিচাং আসা উচিত। তিনি মনে করেন, কেবলমাত্র বাস্তব অভিজ্ঞতার মাধ্যমেই সিচাংয়ের জনগণের জীবনযাত্রা ও তাদের আকাঙ্ক্ষা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া সম্ভব।

একজন নারী হিসেবে বাইমা কুও'র অভিজ্ঞতা তাকে একটি অনন্য দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। তিনি নৃবিজ্ঞান ও অন্যান্য সামাজিক বিজ্ঞান ক্ষেত্রে সিচাংয়ের নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেছেন।

চলতি বছর, ১৪তম ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি হিসেবে, বাইমা কুও মাঠ অধ্যয়নের উপর ভিত্তি করে বেশ কিছু নীতিগত পরামর্শ জমা দিয়েছেন। এর মধ্যে রয়েছে সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রতিবন্ধী কিশোর-কিশোরীদের জন্য বিশেষ শিক্ষা অব্যাহত রাখা এবং বয়স্ক ভাতার জন্য বয়সসীমা কমানো।

বাইমা কুও দীর্ঘদিন ধরে তিব্বতীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত করার জন্য নীতি নির্ধারকদের সাথে কাজ করে আসছেন। তার গবেষণা তিব্বতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করে এবং তিব্বতীয়দের জীবনযাত্রার মান উন্নত করার জন্য নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রতিবেদন: শুভ আনোয়ার

মিয়াও নৃগোষ্ঠীর মেয়েদের সিস্টার্স ফেস্টিভ্যাল

চীনের ৫৬ জাতিগোষ্ঠীর অন্যতম মিয়াও জাতির রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি। মিয়াও নারীদের পোশাক, অলংকার সবকিছুতেই রয়েছে অনন্য বৈশিষ্ট্য। সম্প্রতি অনুষ্ঠিত হচ্ছে মিয়াও সিস্টার্স ফেস্টিভ্যাল বা বোনদের উৎসব। এই উৎসব শুধু নারীদের জন্য। বিস্তারিত প্রতিবেদনে।

শুধু নারীদের জন্য একটি উৎসব। উৎসবে ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নিচ্ছেন নারীরা। পুরুষরাও আছেন। কিন্তু উৎসবটির মূল চালিকা শক্তি নারীর হাতে।

মিয়াও নৃ-গোষ্ঠীর অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে পরিচিত মিয়াও সিস্টার্স ফেস্টিভ্যাল। এই জাতির নারীরাই মূলত এ উৎসবে অংশ নেয়।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn