বাংলা

আকাশ ছুঁতে চাই ৬৭

CMGPublished: 2024-04-25 22:07:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. চীনে নারী অর্থনীতির জয়

২. সিচাংয়ের নৃবিজ্ঞানী বাইমা কুও

৩. মিয়াও নৃগোষ্ঠীর মেয়েদের সিস্টার্স ফেস্টিভ্যাল

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

চীনে নারী অর্থনীতির জয়

চীনের নারীরা অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছেন। নারীরা বিভিন্ন পেশায় যোগ দেয়ার ফলে তারা স্বাধীনভাবে উপার্জন করতে পারছেন। সে কারণে বর্তমানে নারীর ক্রয়ক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। ফলে নারী ক্রেতাদের প্রতি বেশি মনোযোগ দিচ্ছে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। নারী শক্তির এই বিষয়টিকে ‘শি- ইকোনমি’ বা নারী অর্থনীতি নামেও অভিহিত করছেন অনেক বিশ্লেষক।

শি ইকোনমি বা নারীর অর্থনীতির বেশ জোরালো প্রকাশ দেখা গেছে চীনে সদ্য সমাপ্ত আন্তর্জাতিক ভোক্তা পণ্য মেলায়। সম্প্রতি দ্বীপ প্রদেশ হাইনানের রাজধানী হাইখোও সিটিতে অনুষ্ঠিত হয়েছে ছয়দিন ব্যাপী চতুর্থ চায়না ইন্টারন্যাশনাল কনজিউমার প্রোডাক্ট এক্সপো। এখানে ৭১টি দেশ ও অঞ্চলের চারহাজারের বেশি ব্র্যান্ড অংশ নেয়। এবারের ভোক্তাপণ্য মেলায় নারীদের প্রসাধনী, জুয়েলারি, বিউটি প্রোডাক্ট এবং ‘নারী-কেন্দ্রিক’ ব্র্যান্ডগুলো ব্যাপক ব্যবসা করেছে। এগুলোর ক্রেতা মূলত নারী এবং তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারা ব্যাপক কেনাকাটাও করছেন।

মেলায় অংশ নেয়া প্রসাধনী প্রস্তুতকারী আন্তর্জাতিক ব্র্যান্ড লরিয়েল চায়নার সিইওি ফেব্রিক মেগারবেন বলেন, ফ্রান্স থেকে রপ্তানির করা প্রতি তিনটি লিপস্টিকের একটির ক্রেতা চীনা নারী।

ভোক্তা পণ্য মেলায় চোখ ধাঁধানো ফ্যাশন শো এবং জুয়েলারি ও বিউটি প্রোডাক্টের প্রাধান্য প্রমাণ করেছে ‘নারী অর্থনীতি’র শক্তি।

এমনকি স্পোর্টস কার এর মতো ঐতিহ্যবাহী পুরুষ প্রাধান্যের জগতেও এবার দেখা গেছে নারীদের আগ্রহ এবং অনেক নারী ক্রেতা।বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারক ইতালিয়ান ব্র্যান্ড অটোমোবিলি ল্যামবোগিনি চীনা ব্রাঞ্চের ম্যানেজিং ডিরেকটর কনস্টানটিন সেইচেভ বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় চীনে নারীর সংখ্যা এবং অবশ্যই নারী ক্রেতার সংখ্যা অনেক বেশি। তিনি জানান তার কোম্পানি নারীদের পছন্দকে গুরুত্ব দিয়ে এখন পণ্য তৈরি করছে।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn