বাংলা

আকাশ ছুঁতে চাই ৬৭

CMGPublished: 2024-04-25 22:07:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এটা সম্ভব হয়েছে চীনে চাকরি বা ব্যবসা ক্ষেত্রে নারীদের বিপুল অংশগ্রহণ এবং তাদের ক্রয় ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার বৃদ্ধির ফলে।

চীনে ৪০০ মিলিয়ন নারী কনজিউমার আছেন যাদের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে। বছরে তাদের ব্যায় ক্ষমতা ১০ ট্রিলিয়ন ইউয়ান বা ১.৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল সংখ্যক ক্রেতার প্রতি এখন মনোযোগ দিচ্ছে দেশি বিদেশি ব্র্যান্ডগুলো।

মেলায় অংশ নিয়েছে বিলাসবহুল চেক ক্রিস্টাল ব্র্যান্ড ক্রাসনা ডুসে। এবারের মেলায় চীনা নারীদের জন্য তারা এনেছিল চোখ ধাঁধানো সব নতুন ডিজাইনের ক্রিস্টাল অলংকার। ক্রাসনা ডুসে চায়নার জেনারেল ম্যানেজার লুও ওয়ান জানান, চীনের নারীরা এই ক্রিস্টাল অলংকার পছন্দ করেন কারণ এটি যেমন এলিগেন্ট লুকিং তেমনি দামটাও আয়ত্তের মধ্যে।

মেলায় আগত একজন নারী বলেন, তিনি অলংকার কেনার সময় চিন্তা করেন সেটি সাশ্রয়ী কিনা। দামটা কম হতে হবে আবার দেখতেও ফ্যাশনেবল হতে হবে। অযথা উচ্চমূল্যের জুয়েলারির কদর এখন নারীদের মধ্যে কমছে। তারা চিন্তাভাবনা করে নিজের উপার্জিত অর্থ ব্যয় করেন এবং পণ্যটি কস্ট এফেকটিভ কিনা সেদিকটা চিন্তা করেন।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn