বাংলা

আকাশ ছুঁতে চাই ৬৪

CMGPublished: 2024-04-04 17:58:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. বাংলাদেশকে ভালোবাসেন চীনা নারী লিউ ইফাং

২. ভূমিদাসী থেকে মুক্ত জীবনে

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

বাংলাদেশকে ভালোবাসেন চীনা নারী লিউ ইফাং

বাংলাদেশের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন চীনা নারী লিউ ইফাং। পদ্মা রেলওয়ে সংযোগ প্রকল্পের ডিভিশন ছয় এর ইউনিট ২ তে দোভাষী হিসেবে কাজ করেন তিনি। নারীবান্ধব পরিবেশ, বন্ধুর মতো সহকর্মী লিউকে দিয়েছে কিছু ভালো অভিজ্ঞতা। আজকে শুনবো লিউ ইফাংয়ের বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা।

আধো আধো বাংলা বলা শিখে গেছেন ২৬ বছর বয়সী নারী লিউ ইফাং। ২০১৯ সাল থেকে বাংলাদেশে কাজ করছেন এই নারী। পদ্মা রেলওয়ে সংযোগ প্রকল্প নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন-সিআরইসির ডিভিশন ছয় এর ইউনিট ২’য়ে দোভাষী হিসেবে কাজ করেন তিনি।

সিআরইসির নারীবান্ধব কর্মময় পরিবেশে সকলের মতো একইরকম সুযোগ সুবিধা পেয়ে কাজ করে চলেছেন এই নারী।

লিউ ইফাং বলেন, ‘আমি এখানে অন্য সহকর্মীদের মতো সমান সুযোগ-সুবিধা পাই। এখানে সবকিছুই সমান। সিআরইসি নারী কর্মীদের সব সময় স্বাগত জানায়। তাই ধন্যবাদ জানাই সিআরইসিকে। এখানে অনেক নারী নিয়োগ পাচ্ছেন। এতেও আমি খুব খুশি।’

এই প্রকল্প নির্মাণে কর্মরত চীনা ও বাংলাদেশির কথা চীনা কিংবা ইংরেজি ভাষায় অনুবাদ করেন তিনি। কখনো অফিসে আবার কখনো মাঠে গিয়ে এই কাজ করতে হয় তাকে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn