আকাশ ছুঁতে চাই ৬১
তথ্য উপাত্তে দেখা গেছে প্রথম থেকে চতুর্দশ পর্যন্ত সমস্ত এনপিসি ডেপুটি বা ন্যাশনাল পিপলস কংগ্রেস ডেপুটিদের মধ্যে নারী প্রতিনিধিদের হার প্রথম থেকে চতুর্দশ পর্যন্ত ১১.১৯ শতাংশ থেকে বেড়ে ২৬.৫৪ শতাংশ হয়েছে। এবারের চতুর্দশ এনপিসিতে নারী প্রতিনিধি ৭৯০জন। নারী প্রতিনিধির হার ২৬.৫৪ শতাংশ।
সিপিপিসিসি বা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের নারী সদস্যর সংখ্যা ৪৮৭ জন। এই হার ২২.৪ শতাংশ।
নারী ডেপুটিদের মধ্যে অনেকে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর। তারা তাদের এথনিক পোশাকে দুই অধিবেশনে যোগ দিয়েছেন। তাদের অংশগ্রহণ দুই অধিবেশনে আলো ছড়িয়েছে।