আকাশ ছুঁতে চাই ৬১

১. বিশেষ সাক্ষাৎকার: এগিয়ে আসুক নারী
২. আলো ছড়াচ্ছেন নারী ডেপুটিরা
৩. অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখছেন গণপ্রতিনিধি লি লি
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।
বিশেষ সাক্ষাৎকার: এগিয়ে আসুক নারী
বাংলাদেশের নারীদের অন্যান্য ক্ষেত্রের মতো প্রকৌশল ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানালেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম নারী অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ।

আকাশ ছুঁতে চাইয়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশের নারীরা প্রকৌশলে অনেকেই পড়ছেন, ক্লাসে ছাত্রীর সংখ্যা বাড়ছে, কিন্তু দরকার হলো পেশাগত ক্ষেত্রে এগিয়ে যাবার দৃঢ়তা। ছোটবেলায় পুতুল ও হাঁড়িপাতিল নিয়ে খেলার পরিবর্তে তিনি মেয়েদের লেগো এবং সায়েন্স কিট নিয়ে খেলতে উৎসাহ দেন।
তিনি মনে করেন বিজ্ঞানের ক্ষেত্রে নারীকে উৎসাহিত করতে হবে। নারী দিবসের প্রতিপাদ্য জেন্ডার সমতার জন্য নারীর উপর বিনিয়োগ বাড়ানোর বিষয়টিতেও গুরুত্ব আরোপ করেন তিনি।
ড. সেলিয়া শাহনাজ এ বছরের নারী দিবসের প্রতিপাদ্যকে সমর্থন জানান এবং জেন্ডার সমতার জন্য সমাজের সবক্ষেত্রে সচেতনতার উপর গুরুত্ব দেন।
সাক্ষাৎকার গ্রহণ: শান্তা মারিয়া
আলো ছড়াচ্ছেন নারী ডেপুটিরা
চীনে সদ্য সমাপ্ত দুই অধিবেশনে সমগ্র চীন থেকে এসেছেন গণপ্রতিনিধিরা। এদের মধ্যে নারী প্রতিনিধি ছিলেন অনেকে। দুই অধিবেশনে নারীর অংশগ্রহণ বিষয়ে বিস্তারিত শুনবেন এখন।

প্যাকেজ: চীনে সদ্য সমাপ্ত দুই অধিবেশনে চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চল থেকে গণপ্রতিনিধিরা যোগ দিয়েছেন। এই ডেপুটিদের মধ্যে নারীর অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য মাত্রায়।
