আকাশ ছুঁতে চাই ৫২
১. পিওনি ফুলের হাসি
২. শিক্ষক চিন সিয়া
৩. ওদের চোখে ফুটবলের স্বপ্ন
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশুর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।
পিওনি ফুলের হাসি
চীনের একটি ঐতিহ্যবাহী ফুল হলো পিওনি। এটি চীনের অনেক প্রদেশেই খুব জনপ্রিয় ফুল। এই ফুলকে অবলম্বন করে নিজেদের আয় রোজগার বাড়িয়ে নিয়েছেন শানতোং প্রদেশের স্থানীয় নারীরা।তারা পিওনি ফুলের ছবি আঁকছেন। চীনে এই ধরনের পেইন্টিংয়ের রয়েছে বিশেষ কদর। কিভাবে এই পেইন্টিংকে ব্যবহার করছেন নারীরা সে গল্প শুনবো এখন।
ফুলের ছবি আঁকছেন কয়েকজন নারী। তারা আঁকছেন পিওনি ফুলের ছবি। এই ছবির মাধ্যমে তারা যেমন লোকজ ঐতিহ্যকে ধরে রাখছেন তেমনি নিজেদের জীবনকেও গড়ে নিচ্ছেন।
পূর্ব চীনের শানতোং প্রদেশের হ্যচ্য সিটির চু ইয়ে কাউন্টি। সেখানে পিওনি ফুলের পেইন্টিং তৈরি করা লোকজ অবৈষয়িক সংস্কৃতির অংশ। পিওনি থিমের রিয়ালিস্টিক পেইন্টিং শিল্প গড়ে উঠেছে এখানে। মূলত নারীরা এই ছবি আঁকার মাধ্যমে একদিকে যেমন তাদের অবসর সময়টা ভালো কাটাচ্ছেন তেমনি এই পেইন্টিংগুলো বিক্রি করে তাদের আয় রোজগারও বাড়ছে।
শিল্পী ওয়েই লানলান এ বিষয়ে তার স্টুডিওতে কর্মশালারও আয়োজন করেছেন। নারী শিল্পী ওয়েই লানলান তার এলাকার নারীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাড়তি রোজগারের পথ খুলে দিয়েছেন।