বাংলা

আকাশ ছুঁতে চাই ৩৯

CMGPublished: 2023-10-12 17:23:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মায়ের ভূমিকায় কোমল পিস্তসোভা

সন্তানের জন্য অনেক সময় অনেক মা তার ক্যারিয়ার ত্যাগ করেন। আবার অনেক মা তার ক্যারিয়ার ও সন্তান দুটোইকেই প্রাধান্য দেন। এমনি একজন ক্রীড়াবিদ মা উলিয়ানা। চলুন শোনা যাক তার গল্প।

হাংচৌ এশিযান গেমসে মর্ডান পেনটাথলোন প্রতিযোগিতায় একজন প্রতিযোগী উলিয়ানা পিস্তসোভা। হাতে ফেন্সিংয়ের সরু তলোয়ার নিয়ে কঠোর মুখে মোকাবেলা করছেন প্রতিপক্ষের। কিন্তু প্রতিযোগিতা শেষে সেই চেহারাই কোমল হয়ে ওঠে যখন কোলে নেন এক বছরের শিশুকন্যাকে। তখন তিনি হয়ে ওঠেন মা।

মাতৃত্ব ও ক্যারিয়ার দুটোর মধ্যে চমৎকার ব্যালেন্সও করছেন তিনি। কাজাখস্তানের নারী উলিয়ানার জন্ম ১৯৯৩ সালে। পাঁচ বছর বয়স থেকে পেনটাথলোনের সবগুলো ক্যাটাগরিতে তালিম নেয়া শুরু করেন। তবে ১৭ বছর বয়স থেকে পাঁচটি স্পোর্টসের মধ্যে শুধু ফেন্সিংকে বেছে নেন। কাজাখস্তানে তিনি বেশ বিখ্যাত। বিশ্বকাপ, বিশ্ব চ্যাম্পিয়নশিপসহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

অনেক প্রতিযোগিতায় পুরস্কারও জয় করেছেন। গত বছর সেপ্টেম্বরে তার কন্যা সন্তান জন্ম নেয়। ফেন্সিং সোর্ড নামিয়ে রেখে মেয়েকে কোলে তুলে নেন উলিয়ানা। সন্তান জন্মের মাত্র ৪০ দিন পরেই তিনি আবার প্র্যাকটিস শুরু করেন। এর মাত্র তিনমাস পরেই তিনি জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ স্থান পান।

ক্যারিয়ার ও সন্তান দুটোই প্রিয় তার কাছে। তবে একন যেহেতু মেয়েটি খুব ছোট তাই তার প্রতিই মনোযোগ বেশি দিতে হচ্ছে।

উলিয়ানার স্বামী কাজাখস্তান ফেন্সিং টিমের প্রধান কোচ। সন্তানের যত্ন দুজন মিলে নেন। উলিয়ানার বাবা মায়ের বেশ বয়স হয়েছে। তাই তারা শিশুটির যত্ন নিতে পারেন না। ফলে উলিয়ানা এবং তার স্বামীই শিশুকন্যার দেখভাল করেন। বেশিরভাগ সময়ই প্রতিযোগিতার আসরে শিশুকে নিয়ে আসেন উলিয়ানা। একবছরের শিশুটি দর্শকরে আসন থেকে অবাক চোখে তাকায় মায়ের দিকে। মায়ের মুখে তখন মুখোস, হাতে ফেন্সিং সোর্ড। কঠোরভাবে প্রতিযোগীকে মোকাবেলা করছেন।

আবার যেই প্রতিযোগিতা শেষে ফিরে আসেন তার কাছে , তখনি হয়ে ওঠেন স্নেহশীল মা।

বিউফিট: নারীদের ফিটনেস নিশ্চিত করছে

আজকাল অনেক নারী তাদের শারীরিক সুস্থতা ধরে রাখতে জিমে যান। কিন্তু নারীদের অফিস ও সংসারের ব্যস্থতা সামলে অনেক সময়ই জিমের স্কে্জুলের সঙ্গে মিল রেখে যাওয়া সম্ভব হয় না। এই সমস্যার সমাধানে নারীদের জন্য ফ্লেক্সিবল স্কেজ্যুলের ধারণা নিয়ে জিম পরিচালন করছে বিশেষ একটি জিম।

বিউফিট শুধুমাত্র নারীদের জন্য পরিচালিত একটি জিম। এই জিমের প্রতিষ্ঠাতাও একজন উদ্যোগী নারী। ২০১৯ সালে এই জিম প্রতিষ্ঠা করেন উদ্যোগী নারী সুন নিং। তিনি আগে ইন্টারনেট জায়ান্ট পাইতুতে কাজ করতেন।

নিজে একটি বড় প্রতিষ্ঠানে চাকরি করায় তিনি কর্মজীবী নারীদের ফিটনেস সমস্যাটি বুঝতে পারেন। তার কাছে মনে হয়, একজন কর্মজীবী নারীকে শুধু অফিস নয়, বরং ঘরসংসারও সামলাতে হয়। এই দুই কঠিন ক্ষেত্র সামলিয়ে নিজের ফিটনেসের জন্য তিনি যখন একটু সময় পান তখন জিমে যান। কিন্তু ওই সময় তো জিম ইন্সট্রাকটরের সময়ের সঙ্গে নাও মিলতে পারে। এজন্য তিনি বেইজিংয়ে এমন একটি জিম খোলেন যেখানে নারীরা নিজেদের সুবিধাজনক সময়ে এসেও ইন্ট্রাকটরের নির্দেশনা পাবেন।

এই জিমে নিয়মিত আসেন কুই ফাং নামে একজন নারী যিনি দুই সন্তানের মা এবং একটি ল ফার্মের অংশীদার। তিনি মনে করেন শুধুমাত্র নারীদের জন্য হওয়ায় তিনি এই জিমে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ এখানে পোশাক কেমন, খোলামেলা কিনা, দেখতে কেমন লাগছে ইত্যাদি নিয়ে অস্বসস্তিতে ভুগতে হয় না। পাশাপাশি অন্য নারীদের সঙ্গে বন্ধুত্বও গড়ে ওঠে। কখনও কখনও তারা আড্ডা দিতে পারেন এবং নিজেদের সমস্যাগুলো শেয়ারও করতে পারেন। জিমে নিয়মিত ব্যায়াম করার পর তার শারীরিক কিছু সমস্যা অনেকটাই দূর হয়েছে।

৪১ বছর বয়সী সুন মনে করেন নারীদের ফিটনেস ধরে রাখতে জিমের বিকল্প নেই। তার প্রতিষ্ঠান এরমধ্যেই কয়েকটা শাখা খুলেছে। তার জিমে আসা নারীদের সংখ্যা ক্রমশ বাড়ছে।

প্রতিবেদন: শান্তা মারিয়া

সম্পাদনা: রহমান

সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।

অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।

সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

কণ্ঠ: শান্তা মারিয়া, আফরিন মিম, হোসনে মোবারক সৌরভ

অডিও সম্পাদনা: রফিক বিপুল

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn