আকাশ ছুঁতে চাই ৩১
ছিয়ান সিয়াওহুই নামে এক মা বলেন ‘আমি এখানে দোকান চালাই। এখন আমি নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করতে পারি। কারণ আমার সাত বছর বয়সী মেয়েটিকে শিশু যত্ন কেন্দ্রে দিয়েছি। ও কবিতা আবৃত্তি শিখেছে ‘
উদ্যোগী নারীনেত্রী মাও ফেংহুয়ার উদ্যোগে পরিচাীরত এই শিশু যত্ন কেন্দ্র এখন ভালোভাবে এগিয়ে চলছে। মায়েরাও শান্তি পেয়েছেন।
বাংলাদেশের বঙ্গমাতা পদক পেলেন ৪ নারী ও জাতীয় নারী ফুটবল দল
বাংলাদেশের চারজন বিশিষ্ট নারী ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩ প্রদান করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।
চার বিশিষ্ট নারী ও জাতীয় ফুটবল দল পেল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২৩। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই পদক পান তারা।
সম্প্রতি রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পদক প্রদান করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদানকে স্মরণীয় করে রাখার জন্য আটটি ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর সর্বোচ্চ পাঁচজন নারীকে এই পদক দেওয়া হয়।দেশের রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় নারী ফুটবল দল এবং চার বিশিষ্ট নারীকে এ বছরের পদকের জন্য নির্বাচিত করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
সাফ ফুটবল ২০২২-এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় জাতীয় নারী ফুটবল দল এবারের এই পদক লাভ করে।এ ছাড়া যে চার বিশিষ্ট নারী এবারের পদক পেয়েছেন, তাঁরা হলেন রাজনীতিতে অ্যাডভোকেট সাহারা খাতুন (মরণোত্তর); শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় নাসিমা জামান ববি ও অনিমা মুক্তি গোমেজ এবং গবেষণায় ডা. সেঁজুতি সাহা (মলিকুলার বায়োলজিস্ট)।
অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক বঙ্গমাতার জীবন ও কর্মের ওপর ভিত্তি করে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব।
পুরস্কারপ্রাপ্তদের পক্ষে বক্তব্য রাখেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি অডিও-ভিজ্যুয়াল প্রামাণ্য প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন। সারা দেশের ৪ হাজার ৫০০ দুস্থ নারীর মধ্যে সেলাই মেশিন এবং ৩ হাজার দুস্থ নারীর প্রত্যেককে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দুই হাজার করে টাকা প্রদান করা হয়।
প্রতিবেদন- আফরিন মিম
সম্পাদনা: শান্তা মারিয়া
অর্কিড চাষ করে স্বাবলম্বী হলেন উদ্যোগী নারী
চীনে এখন চলছে গ্রামপুনর্জীবনের ধারা। সেই ধারায় অনেকেই গ্রামে ফিরে গড়ে তুলছেন নিজস্ব প্রতিষ্ঠান। কর্মসংস্থানের ব্যবস্থা করছেন অন্যদের জন্যও। এমনি একজন উদ্যোগী নারী আও ছিনকুই।
চীনের গ্রামগুলোর চেহারা ক্রমশ পালটে যাচ্ছে। আর এই চেহারা পালটে দিচ্ছেন উদ্যোগী মানুষরা। এদের মধ্যে অনেকেই নারী। অনেকেই এখন গ্রামে নানা রকম প্রতিষ্ঠান গড়ে তুলছেন যা গ্রাম পুনর্র্জীবনের ধারাকে বেগবান করছে। এমনি একজন উদ্যোগী নারী আও ছিনকুই। দক্ষিণ পশ্চিম চীনের ছোংছিং মিউনিসিপালটির ছিচিয়াং জেলার সানচিয়াও টাউনশিপের ফংসিয়াং গ্রাম। এখানে অর্কিড খামার গড়ে তুলেছেন আও ছিনকুই।
একসময় সিচুয়ান প্রদেশের ছেংতু শহরে পোষা প্রাণীর এক ক্লিনিকে চাকরি করতেন আও ছিনকুই। কিন্তু সেখানকার প্রতিযোগিতামূলক পরিবেশ তার ভালো লাগছিল না। তিনি চাচ্ছিলেন গ্রামে ফিরে নিজস্ব কোন প্রতিষ্ঠান গড়ে তুলবেন।