আকাশ ছুঁতে চাই ২৫
তার মা তাকে সহায়তা করেন। কয়েক বছর নাচ শেখার পর, মা ও মেয়ের যৌথ নাচের প্রদর্শনী হয় বিভিন্ন মঞ্চে। দারুণ সাড়া পান তারা। ২০১৮ সালে তার জীবনের গল্প নিয়ে একটি চলচ্চিত্রও নির্মিত হয়। অনেকে তার প্রতি সহানুভূতিশীল হয়ে আর্থিক সাহায্য দিতে চান।
চিয়াংয়ের বাবা মা ধনী নন। কিন্তু তারা কারও দয়া বা করুণা গ্রহণ না করে মেয়েকে আত্মনির্ভরশীর করতে চান। তাই কারও কোন আর্থিক সহায়তা তারা গ্রহণ করেননি।
স্কুলের লেখাপড়াতেও অদম্য চিয়াং বেশ ভালো ফলাফল করতে থাকে। হাইস্কুল পর্যন্ত সে ক্লাসে মনোযোগী ও ভালো ছাত্রী হিসেবে খ্যাতি পেয়েছে।
এবছর কাওখাও পরীক্ষার দিন চিয়াংয়ের পেটব্যথা জ্বর ছিল। কিন্তু অসুস্থতা তাকে দমাতে পারেনি। বাবা তাকে পৌছে দেন পরীক্ষার হলে। মা অপেক্ষা করেন বাইরে।
অসুস্থতা সত্তেও বেশ ভালোই ফলাফল করেছে চিয়াং। চিরায়ত সাহিত্য নিয়ে লেখাপড়া করবেন তিনি।
এইভাবে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে জীবনের পথে এগিয়ে যাচ্ছেন চিয়াং।
প্রতিবেদন: শান্তা মারিয়া
সম্পাদনা: রহমান
ফিবা নারী বাস্কেটবল এশিয়া কাপ জিতে নিল চীন
ফিবা নারী বাস্কেটবল এশিয়া কাপে চীনা নারী বাস্কেটবল দল ফাইনাল ম্যাচে জাপানকে হারিয়ে ৭৩-৭১ স্কোর করে ১২ বছর পর আবারও চ্যাম্পিয়ন হয়েছে। চীনের ক্রীড়াঙ্গনে নারীদের এই বড় সাফল্যে অভিনন্দন জানিয়েছে দেশের ক্রীড়াপ্রিয় জনগণ।
২০১১ সালের পর এশিয়া কাপ জিতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে থাকা চীন অবশেষে এই কাপ জয় করলো।
নারী বাস্কেটবল দলের কোচ চাং ওয়েই মনে করেন, তার দল ভবিষ্যতে আরও বড় সাফল্য পাবে।
এই সাফল্যজনক ঘটনার সঙ্গেই শেষ হচ্ছে আজকের আকাশ ছুঁতে চাই।
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।
অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া,
অডিও এডিটিং: রফিক বিপুল