বাংলা

আকাশ ছুঁতে চাই ২৪

CMGPublished: 2023-06-29 18:43:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চল্লিশ বছর বয়সী লি ইয়ানফাং আরেকজন মমতাময়ী নার্স। তার কাছে মনে হয় মৃত্যু হলো হেমন্তে সোনালি পাতা ঝরে পড়ার মতো।

লি জানান, যখন তারা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েন তখন পরষ্পরকে স্বান্ত্বনা দেন এবং ধৈর্য্য ধারণের পরামর্শ দেন, উৎসাহ দেন।

হাসপাতালে একটি ফেয়ারওয়েল কক্ষ আছে। এখানে মৃত্যুবরণকারীকে রোগীকে সকলে আনুষ্ঠানিক বিদায় জানান। তার আত্মীয়রা আসেন। তাদের সামনে প্রয়াত রোগী বিষয়ে স্মৃতিচারণ ও ভালো কথা বলা হয়। এতে আত্মীয়রাও বুঝতে পারেন তাদের মৃত স্বজন এখানে শেষ সময়টা কিভাবে কাটিয়েছেন এবং ভালোবাসা পেয়েছেন।

এমনিভাবে এই মমতাময়ী নারী নার্সরা স্নেহভালোবাসার স্পর্শে মৃত্যুপথযাত্রীদের শেষ যাত্রায় সাহস ও ভালোলাগার অনুভূতি স্মৃতিতে নিবেদিত রয়েছেন।

প্রতিবেদন: শান্তা মারিয়া

সম্পাদনা: রহমান

সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।

অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক

সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া,

অডিও এডিটিং: রফিক বিপুল

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn