আকাশ ছুঁতে চাই ২৩
২০০৬ সালে ঐতিহ্যবাহী থুবু কাপড়ের শিল্প গড়ে তুলতে একটি সমবায় সমিতি স্থাপন করা হয় যেখানে ৬০ জন নারী কাজ শুরু করেন। এই সমিতি তেকে যথেষ্ট আয় হতে থাকে। ঘুরতে থাকে ওই ৬০ জন নারীর ভাগ্যের চাকা। তখন ইয়ু ইয়ানফিং ভাবেন এটিকে কিভাবে আরও বড় শিল্পে রূপ দেয়া যায়।
২০১২ সালে একটি সাংস্কৃতিক ও সৃজনশীল কোম্পানি প্রতিষ্ঠা করা হয়।
নারীদের বোনা এই কাপড় ক্রেতাদের কাছে ভালো সাড়া পায়। থুবু কাপড়ে তৈরি পোশাক, হাতব্যাগ, বেডকভার, জুতাসহ প্রায় ১০০ রকম পণ্য বাজারে দেয়া হয়। ক্রেতারা দারুণ পছন্দ করেন এসব সামগ্রী।
বর্তমানে ৮০০ মানুষ এই কারখানায় কাজ করছেন যাদের অধিকাংশই নারী। এই শিল্পের মোট মূল্য ২০ মিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।
নারীদের বোনা থুবু কাপড়কে কেন্দ্র করে এখানে পর্যটন শিল্পও গড়ে উঠেছে। পর্যটকরা এখানে এসে কাপড় বুনন দেখেন, বিভিন্ন সামগ্রী কিনতেও পারেন।
এই কাপড়েরর বুনন কৌশল বেশ জটিল। ৭২টি ধাপে কাপড় তৈরি হয়। উজ্জ্বল রং, ব্যতিক্রমী নকশা এবং আরামদায়ক হওয়ায় থুবু কাপড়ের চাহিদা দিন দিন বাড়ছে।
নারীদের দক্ষতায় জেগে উঠেছে পুরো গ্রামের অর্থনীতি।
প্রতিবেদন: শান্তা মারিয়া
সম্পাদনা: রহমান
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।
অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া,
অডিও এডিটিং: রফিক বিপুল