আকাশ ছুঁতে চাই ২৩
বর্তমানে চেং তানি প্রতি ১৫ দিনে একবার একটি প্রতিবন্ধী স্কুলে স্বেচ্ছাসেবী পিয়ানো শিক্ষক হিসেবে কাজ করছেন। হাটাচলায় অসুবিধা থাকলেও নিজের জানা জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দিতে চান এই শিক্ষক।
প্রতিবেদন- আফরিন মিম
সম্পাদনা- শান্তা মারিয়া
নারীদের শিল্প: থুবু কাপড়
চীনের একটি বিখ্যাত লোকশিল্প হলো থুবু। এটি বিশেষ একধরনের কাপড় যা মূলত নারীরা বুনন করে থাকেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বুনন শিল্প নারীরা ধারণ করছেন। এটি মূলত শানসি প্রদেশের একটি কারুশিল্প। সম্প্রতি এই বিশেষ কারুশিল্প ব্যবহার করে নারীদের ভাগ্য বদলে দেয়া হচ্ছে। শুধু নারীদেরই নয় পুরো একটি গ্রামের অর্থনীতি জেগে উঠেছে নারীদের শ্রমে। শুনবো এই বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন।
শানসি প্রদেশের ইয়ংচি শহরের তোংখাইচাং গ্রামে গেলে দেখা যাবে একদল নারী বিশেষ ধরনের তাঁতে কাপড় বুনতে ব্যস্ত। তারা এক বিশেষ সুতী কাপড় বুনছেন। এই কাপড়ের নাম থুবু। এটি হুইছাং হাতে বোনা কাপড় নামেও পরিচিত।
আপস
এই কাপড় মূলত নারীরাই বুনে থাকেন। থুবু কাপড়ের এক হাজার বছরের দীর্ঘ ঐতিহ্য আছে। ২০২১ সালে হুইছাং কাপড় বুনন কৌশলকে জাতীয় অবৈষয়িক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
তোংখাইচাং গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই নিজস্ব তাঁতে প্রবীণ নারীরা এই কাপড় বুনে থাকেন।
যুগ যুগ ধরে সংসারের প্রবীণ নারীরা এই বিশেষ শিল্পে দক্ষ করে গড়ে তোলেন তরুণ প্রজন্মের নারীদের।
থুবু কাপড়ের রয়েছে এক বিশেষ ধরনের নকশা যা কাপড়টিকে আকর্ষণীয় করে তোলে। ওই নকশা এবং ফেব্রিকের কারণে কাপড়টির রয়েছে ভিন্ন রকম চাহিদা।
তোং খাইচাং গ্রামের কমিউনিস্ট পার্টি সেক্রেটারি ইয়ু ইয়ানফিং নিজেও এই কাপড় বুনতে পারেন। তিনি একজন কালচারাল ইনহেরিটর। তিনি গ্রামের পার্টি সেক্রেটারি হিসেবে নারীদের এই বিশেষ শিল্পকে ব্যবহার করে এলাকার উন্নয়ন ঘটানোর কথা ভাবতে থাকেন।
২০০৫ সালে তিনি গ্রামের বাসিন্দাদের আয় বৃদ্ধির একটি প্রকল্প হাতে নেন। তিনি থুবু বুননে দক্ষ স্থানীয় নারীদের নিয়ে একটি সমিতি গড়েন। বুননের জন্য প্রয়োজনীয় তাঁত, চরকা এবং অন্যান্য মেশিন কেনা হয়। শুধু ট্র্যিাডিশনাল চরকা নয়। তিনি ভাবেন এটি বাণিজ্যিক রূপ দিতে হলে প্রয়োজন হবে আধুনিক প্রযুক্তির। তাই উপযোগী আধুনিক সেলাই মেশিনও কেনা হয়।