আকাশ ছুঁতে চাই পর্ব ২১
চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের ইয়েনগিসার কাউন্টির এক ছোট্ট গ্রাম কেন্ট’আরিক। এই গ্রামের মেয়ে নুরিমেনগুল কাসিম। তিনি এই গ্রামের প্রথম নারী যিনি ড্রোন চালানো শিখেছেন। স্থানীয় কর্মকর্তাদের সহায়তায় তিনি একটি ড্রোন কিনেছেন। সেই ড্রোন দিয়ে ফসলের মাঠে কীটনাশক, বীজ, সার ইত্যাদি ছিটানোর কাজ নিয়েছেন তিনি।
গ্রামবাসীদের ফসলের ক্ষেতে কীটনাশক, বীজ, সার ছিটিয়ে তিনি আয় করছেন বেশ সন্তোষজনক অর্থ। গেল এক মাসে ৮০০০ ইউয়ান আয় হয়েছে তার। এর ফলে তার পরিবারে বাড়তি আয় যোগ হয়েছে।
নুরিমেনগুল বলেন, ‘আমি আমার এই কাজ বেশ পছন্দ করছি। আমার এই কাজের ফলে পরিবারে অনেক টাকা বাড়তি উপার্জন হচ্ছে।’
এভাবেই নতুন নতুন পেশা বেছে নিচ্ছেন সিনচিয়াংয়ের নারীরা।
প্রতিবেদন: শান্তা মারিয়া
সম্পাদনা: রহমান
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।
অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া,
অডিও এডিটিং: রফিক বিপুল