আকাশ ছুঁতে চাই পর্ব ২১
এই নকশিকাজকে ব্যবহার করে চাকরির সুযোগও তৈরি হচ্ছে। ইউননানের ফিংবিয়ান মিয়াও স্বায়ত্তশাসিত কাউন্টিতে সম্প্রতি আয়োজন করা হয় এক কর্মশালা। এই কর্মশালায় নকশীকাজে দক্ষ মিয়াও নারীরা শিখিয়েছেন অন্যদের। এমব্রয়ডারি ইন্ডাস্ট্রিকে আরও বিকশিত করার জন্য এই কর্মশালার আয়োজন করে স্থানীয় কর্তৃপক্ষ।
এরমাধ্যমে বাণিজ্যিকভাবে সাংস্কৃতিক ঐতিহ্যকে ব্যবহার করে মিয়াও নারীদের চাকরির সুয়োগ সৃষ্টি করা হয়।
ড্রোন চালিয়ে ভাগ্য ফিরিয়েছেন নুরিমেনগুল
চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং। এখানকার নারীরা এখন স্বাবলম্বী হচ্ছেন। তারা নিজেদের জীবন গঠনে খুঁজে নিচ্ছেন নতুন নতুন পেশা। শুনবো একটি প্রতিবেদন।
সিনচিয়াংয়ের নারীরা অতীতে শুধু ঘরসংসার আর পরিবারিক কৃষিক্ষেত্রে ব্যস্ত থাকতেন। অর্থ উপার্জন বা নিজস্ব পেশা বেছে নেয়ার তেমন কোন সুযোগ তাদের ছিল না। কিন্তু গত কয়েক বছরে উন্নয়ন প্রক্রিয়ায় নারীদের সম্পৃক্ত করার ফলে এখন সিনচিয়াংয়ের নারীরা স্বাধীনভাবে বিভিন্ন পেশা গ্রহণ করছেন। তারা নিজের ও পরিবারের অর্থনৈতিক উন্নতি অর্জন করেছেন। এমনি একজন নারী নুরিমেনগুল কাশিম।