বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ২১

CMGPublished: 2023-06-08 14:20:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

উদ্বোধনী অনুষ্ঠানে ফং লি ইউয়ান বলেন, চীন আফ্রিকার চিরন্তন বন্ধু এবং আন্তরিক অংশীদার। চলতি বছর হচ্ছে আফ্রিকায় চীন সরকারের প্রথম চিকিৎসাদল বা মেডিকেল টিম পাঠানোর ৬০তম বার্ষিকী। চীনা মেডিকেল টিমগুলো আফ্রিকার বিভিন্ন দেশের জনগণকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে এবং চীন-আফ্রিকা বন্ধুত্বের দূত হয়ে উঠেছে।

তিনি বলেন, নতুন উদ্যোগ আফ্রিকার এতিম শিশুদের স্বাস্থ্যের যথাযথ যত্ন নিতে, তাদের কল্যাণ ত্বরান্বিত করতে, এবং চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

নকশি কাছে মিলছে চাকরির সুযোগ

এমব্রয়ডারি বা নকশি কাজের মাধ্যমে চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে নারীদের জন্য। ইউননান প্রদেশে এই সুযোগ সৃষ্টি হয়েছে। চলুন শোনা যাক একটি প্রতিবেদনে।

দক্ষিণ পশ্চিম চীনের ইউননান প্রদেশ। এখানে বাস করেন অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। প্রতিটি জাতির রয়েছে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য। মিয়াও এথনিক গ্রুপের আছে এমব্রয়ডারি বা নকশি কাজের বৈশিষ্ট্য। মিয়াও এমব্রয়ডারি শুধু সাধারণ নকশা নয়। এর মাধ্যমে মিয়াও জাতির অনেক ইতিহাস ও কিংবদন্তিও তুলে ধরা হয়।

মিয়াও এমব্রয়ডারিতে তৈরি পোশাক, ব্যাগ, টুপি, কুশনকাভারসহ নানা রকম সামগ্রীরও চাহিদা আছে। মিয়াও এমব্রয়ডারি মূলত নারীদের শিল্প। মিয়া জাতির নারীরা এই নকশী কাজের বিদ্যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ছড়িয়ে দেন। মা , নানী দাদীর কাছ থেকে নকশী কাজ শেখে তরুণ প্রজন্ম।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn