আকাশ ছুঁতে চাই ১৪
এদিকে শুক্রবার একইসাথে চীনের বর্ষসেরা চীনা ফুটবল কোচের সম্মাননা পান চীনের নারী জাতীয় ফুটবল দলের প্রধান কোচ শুই ছিংসিয়া ।
প্রতিবেদন ও কণ্ঠ: আফরিন মিম
সম্পাদনা: শান্তা মারিয়া
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।
অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। বিদায় নেবার আগে সবাইকে জানাই ঈদ মোবারক। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া,
অডিও এডিটিং: রফিক বিপুল