বাংলা

আকাশ ছুঁতে চাই ১৪

CMGPublished: 2023-04-20 19:41:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সালমা ইব্রাহিম মনে করেন দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ যত বৃদ্ধি পাবে ততো বন্ধুত্ব ও পারষ্পরিক বিনিময় বৃদ্ধি পাবে। এভাবে শান্তিপূর্ণ বিশ্ব গড়ে উঠবে।

প্রতিবেদন: শান্তা মারিয়া

সম্পাদনা: রহমান

কণ্ঠ: আবদুল্লাহ আল মামুন

বর্ষসেরা নারী ফুটবলার ওয়াং শান শান

সম্প্রতি বর্ষসেরা চীনা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন ওয়াং শান শান। ২০২২ এএফসি নারী এশিয়ান কাপের ২০তম প্রতিযোগিতায় দুর্দান্ত পারফন্সের জন্য তাকে ভূষিত করা হয়েছে এই সম্মাননায়। ১৬ বছরের দীর্ঘ অপেক্ষার পর গেল বছর ভারতে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপে চীনকে জয় এনে দিতে ভালো খেলেছিলেন ওয়াং।

৩৩ বছর বয়সী চীনের নারী খেলোয়াড় ওয়াং শানশান। গেল বছর ভারতে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপের ২০তম আসরে দুর্দান্ত পারফরমেন্সের জন্য গেল শুক্রবার এই বর্ষসেরা সম্মাননা পান ওয়াং শান শান।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে ওয়াং শান শান তার অনুভূতি প্রকাশ করে বলেন, "এই পুরষ্কারটি সেই সব মানুষদের জন্য যারা আমাকে সমর্থন করে এবং আমি আমার কোচ, সতীর্থ এবং প্রতিটি স্টাফ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই,"

১৬ বছরের অপেক্ষার পর এএফসি নারী এশিয়ান কাপে ২০২২ এ নিজ দেশকে জিততে সাহায্য করেন ওয়াং। অলরাউন্ডার এই খেলোয়ার সেমিফাইনালে জাপানের বিপক্ষে এবং ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন।

এই নিয়ে ওয়াং বলেন, "আমি একজন ফরোয়ার্ড খেলোয়াড় হিসেবে ভালো ,তবে কোচ যদি দলের প্রয়োজনে বিকল্প কিছু চিন্তা করেন তাহলে আমি যেকোন অবস্থানে খেলার চেষ্টা করতে পারি,"

ওয়াং শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন যে চীনা দল গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের সেরা দিকটি দেখাবে এবং সামনে যেকোন সমস্যার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকবে।

ওয়াং বলেন , "প্রতিটি টুর্নামেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যেতে চাই। বিশ্বকাপ এবং অলিম্পিকের মতো আন্তর্জাতিক মঞ্চে আমরা চীনা নারী ফুটবলের চেতনা এবং সেরা দিকটি দেখাতে চাই।"

ওয়াং মনে করেন নিজেদের সর্বোচ্চটা দিলে জয়ী হওয়া অসম্ভব কিছু নয়। ওয়াং বলেন, "যখন আমরা বিশ্বমানের প্রতিপক্ষের সাথে খেলবো তখন আমরা যদি শারীরিকভাবে তাদের মতো শক্তিশালী না হই, সেই সময় আমাদের আরও ঐক্যবদ্ধ হওয়ার সুবিধাগুলোকে পুরোপুরি ব্যবহার করতে হবে।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn