বাংলা

আকাশ ছুঁতে চাই ১৩

CMGPublished: 2023-04-13 13:58:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ ছুঁতে চাই ১৩

কী রয়েছে এবারের পর্বে:

১. গভীর সমুদ্রে চীনা নারী বিজ্ঞানীর জয়যাত্রা

২. সকলের জন্য মায়ের মমতা

৩. চীনা ভাষায় কবিতা লেখেন রুশ নারী কবি

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারীর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

গভীর সমুদ্রে চীনা নারী বিজ্ঞানীর জয়যাত্রা

অনুষ্ঠানের শুরুতেই আমরা কথা বলবো একজন সাহসী নারীর চমকপ্রদ সাফল্য নিয়ে ।

ওশেনিয়ার গভীর সমুদ্রের কার্মাডেক ট্রেন্স জয় করলেন চীনা নারী বিজ্ঞানী তেং ইউছিং। তাকে সঙ্গ দিয়েছেন নিউজিল্যান্ডের আরেক নারী বিজ্ঞানী কারিন শ্নাবেল। এ দুই সাহসী নারীর নেতৃত্বে গভীর সমুদ্র অভিযানে চমক দেখিয়েছে চীনা বিজ্ঞানীদের একটি দল। অভিযানে পাওয়া গেছে সাগরের তলদেশের পলি, পাথর ও জীবন সম্পর্কে নতুন ধারনা।

ফেনতৌছে সাবমার্সিবল। এটিতে করেই ওশেনিয়ার গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করেন চীনের বিজ্ঞানীরা। এই এলাকায় এটাই ছিলো চীনা বিজ্ঞানীদের প্রথম অভিযান।

শুধু তাই নয়, ওশেনিয়ার কার্মাডেক ট্রেন্সের গভীরখাদ পর্যন্ত পৌঁছে চালানো হয় গবেষণা।

২০২২ সালের অক্টোবরে শুরু হওয়া এই মিশনে নামে অভিযাত্রিকরা। সব মিলিয়ে ২২ হাজার নটিক্যাল মাইল পরিভ্রমণ করেন তারা। অবশেষে মোট ১৫৭ দিনের দীর্ঘ অভিযাত্রা শেষে তীরে ফিরেছেন বিজ্ঞানীরা। ফিরেছেন দ্বীপ প্রদেশ হাইনানের তীরবর্তী শহর সানিয়ায়।

কেমন ছিলো এই অভিযাত্রা? চীনের ডিপ-সি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং জানায়, এই মিশন পরিচালনা করা হয় চীনের সমুদ্র বিজ্ঞান গবেষণা জাহাজ টানসৌ-১ এর মাধ্যমে। এই জাহাজে করেই বহন করা হয় ডিপ-সি ম্যানড সাবমার্সিবল ফেনতৌছে। আর এই সাবমার্সিবলে করে সমুদ্রচারীরা পৌঁছে যান প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমের কার্মাডেক ট্রেন্স এবং ভারত সাগরের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ডায়ানটিনা ট্রেন্সে।

অভিযানে যোগ দেয় ১০জন চীনা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। এদেরই অন্যতম চায়নিজ অ্যাকাডেমি অব সায়েন্সেস এর অধীন ইন্সটিটিউট অব ডিপ-সি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের নারী কর্মী তেং ইউছিং। তিনি জানান, পুরোটা সময়ে কার্মাডেক ট্রেন্সে ৬৩টি ডাইভ সম্পন্ন করে ফেনতৌছে সাবমার্সিবল। পৌছে যায় ট্রেন্সের ১০ হাজার মিটার গভীরে। অন্যদিকে ডায়ামানটিনা ট্রেন্সে সম্পন্ন করে ৩০টি ডাইভ।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn