আকাশ ছুঁতে চাই ১১
জানা যায়, ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় এই প্রত্নতাত্ত্বিক ইনিস্টিটিউট। ইতিমধ্যেই শেষ করেছেন মাঠ পর্যায়ের ১২টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন খননের কাজ। বিগত ১২ টি সফল খনন কাজে পুরুষ প্রত্নতাত্ত্বিকরা কাজ করলেও এবার মাঠ পর্যায়ে ইয়ান নির পরিচালনায় চলছে নারীদের খনন কাজ। ইয়ান নি বলেন,
"আমি যখন প্রথম কাজ শুরু করি, তখন আমাদের ইনস্টিটিউটে কম নারী প্রত্নতাত্ত্বিক ছিলেন। কিন্তু বর্তমানে প্রতি বছর নতুন নারী প্রত্নতাত্ত্বিক যোগ দিচ্ছেন৷ তাছাড়া চীন প্রত্নতাত্ত্বিক কাজে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। তাই প্রতিনিয়তই দেখছি নারীরা আগ্রহী হয়ে উঠছেন এ কাজে। আমরা আশা করছি ভবিষ্যতে এ পেশায় আরও নারী যুক্ত হবেন”।
খনন কাজ প্রত্নতাত্ত্বিক কাজের মূল অংশ। তবে এই মূল কাজের জন্য খুব বেশিদিন ব্যয় করতে হয় না তাদের। বছরের ৩৬৫ দিনের মধ্যে প্রত্নতাত্ত্বিকদের মাঠে কাজ করার পর আরও ২০০ দিনের মত কাজ করতে হয়। তবে সেই কাজ আর মাঠ পর্যায়ের না। প্রত্নতাত্ত্বিক বিষয়ে পড়ালেখার পাশপাশি প্রতিবেদনও লিখতে হয় তাদের। সব ধরনেরই কাজই এখন নারীরা করতে পারছেন বলে জানান ইয়ান নি।
তিনি বলেন, "আমরা নয়জন এখন স্বাধীনভাবে খনন পরিচালনার জন্য দলটিকে নেতৃত্ব দিতে পারি। এদের মধ্যে কেউ কেউ শিক্ষানবিশদের প্রশিক্ষণও দিচ্ছে"।
এইদলেরই আরেক সদস্য ৪৬ বছর বয়সী চু সুয়েলিয়ান। তিনি মূলত প্রত্নতাত্ত্বিক চিত্র কর্ম করে থাকেন । তিনি বলেন প্রত্নতাত্ত্বিক খনন কাজ সহজ হয় এই চিত্র কর্ম অনুসরণ করলে।
এই দলেরই দুই সদস্য মা চিয়াওচিয়াও ও লি ফেং। প্রতিষ্ঠানের শুরু থেকেই এখানে কাজ শুরু করেন তারা। এদের মধ্যে মা নিয়োজিত আছেন উদ্ভিদ প্রত্নতাত্ত্বিক হিসেবে ,আর প্রাণী প্রত্নতাত্ত্বিক হিসেবে নিয়োজিত আছেন লি ফেং।
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।
অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া,
নারী প্রত্নতাত্ত্বিক দল প্রতিবেদন: আফরিন মিম
অডিও এডিটিং: রফিক বিপুল