বাংলা

আকাশ ছুঁতে চাই ৯

CMGPublished: 2023-03-16 16:09:25
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বেইজিংয়ের চায়না গার্ডেন মিউজিয়ামে প্রদর্শিত হয় বিভিন্ন জাতিগোষ্ঠীর নারীদের পোশাক। চেচিয়াং প্রদেশের সিয়ানচু শহরে ঐতিহ্যবাহী সিংহ নাচের নারী শিল্পী দল লায়ন ডান্স পরিবেশন করে। চিয়াংসু প্রদেশের লিয়ানইয়ুনকাং শহরে আয়োজন করা হয় নারীদের জন্য চাকরিমেলা।

দেশের বিভিন্ন প্রদেশের বিভিন্ন স্থানে নারীদের জন্য ফুল সাজানো কর্মশালা, মেডিকেল চেকআপ, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন রকম আয়োজনের মাধ্যমে নারী দিবসকে উদযাপন করা হয়।

এদিকে, নারী শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় চীনের ছয়টি বিভাগের দিকনির্দেশনা প্রকাশিত হয়েছে।

আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস উপলক্ষ্যে ৮ মার্চে চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় এবং জাতীয় স্বাস্থ্য কমিশনসহ ছয়টি বিভাগ যৌথভাবে, "কর্মক্ষেত্রে যৌন হয়রানি নির্মূল" আইন এবং "কর্মক্ষেত্রে নারীকর্মী বিশেষ শ্রম সুরক্ষা ব্যবস্থা" জারি করেছে।

"কর্মক্ষেত্রে যৌন হয়রানি নির্মূল" শীর্ষক আইনে মোট ২০টি বিধি রয়েছে। আর "কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের জন্য বিশেষ শ্রম সুরক্ষা ব্যবস্থা"-য় মোট ২৬টি বিধি রয়েছে। এসব বিধির লক্ষ্য কর্মক্ষেত্রে নারীর অধিকার ও স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা।

১৯৪৯ সালে মহান কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর নারী পুরুষের মধ্যে বৈষম্য বিলোপ করা হয় এবং রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করা হয়।

এরপর সামাজিক সকল ক্ষেত্রে নারীর প্রতি সংঘটিত সকল প্রকার বৈষম্য বিলোপ করা উদ্যোগ নেয় হয়।

অন্যদিকে আন্তর্জাতিক নারী দিবসে বৈশ্বিক নারী-পুরুষ সমতা রক্ষা ও নারীদের আরো উন্নয়ন নিশ্চিত করারও আহ্বান জানানো হয়। চীনের স্টেট কাউন্সিলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি অন চিলড্রেন অ্যান্ড উইমেনের ভাইস চেয়ারম্যান লিন ই নারী দিবসে বিশেষ আহ্বান জানান

লিন ই জানান, চীনা নারীরা জীবনের সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন, দেশ গঠনে অবদান রাখছেন।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn