আকাশ ছুঁতে চাই ৯
১. চোখের আলোয় লিউ সিইয়াও
২. নারী দিবস উদযাপন এবং চীনের নতুন দিক নির্দেশনা
৩. সব বাধাকে জয় করলেন চাং জুনলি
নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারীর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।
চোখের আলোয় লিউ সিইয়াও
অনুষ্ঠানের শুরুতেই শুনবো এমন একজন নারীর কথা যিনি দুর্ঘটনায় এক চোখে দৃষ্টি হারিয়েও ভেঙে পড়েননি। বরং গড়ে নিয়েছেন নিজের নতুন ক্যারিয়ার। আমার তৈরি একটি প্রতিবেদন শুনবেন এখন।
শৈশব থেকেই লিউ সিইয়াওয়ের ইচ্ছা ছিল নৃত্যশিল্পী হওয়ার। ৮ বছর বয়স থেকে নাচ শিখছিলেন। নৃত্যশিল্পী হিসেবে বেশ খ্যাতিও পান। কিন্তু ২০১৩ সালে এক দুর্ঘটনায় এক চোখ হারান লিউ। নকল চোখ পরেন তিনি। কিন্তু সেই চোখ দেখতে খুব একটা ভালো ছিল না, আসল চোখের মতো লাগছিলও না। সেই সময়টা খুব খারাপ গেছে লিউর। আয়নার দিকে তাকাতে পারতেন না। তার এখন একটা মাত্র চোখ এটা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছিল তার। ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিয়ে মঞ্চে ওঠেন। কিন্তু একবার নাচের সময় তার কৃত্রিম চোখটি খুলে পড়ে যায়। দর্শকরা যেন আঁতকে না ওঠেন সেজন্য তাড়াতাড়ি হাত দিয়ে চোখ আড়াল করেন তিনি। বিষয়টা ছিল অত্যন্ত বিব্রতকর। লিউ তার পেশা পরিবর্তনের সিদ্ধান্ত নেন।
তিনি কৃত্রিম চোখ তৈরি একজন শিল্পী হয়ে ওঠার জন্য প্রশিক্ষণ শুরু করেন। এটা শেখা মোটেই সহজ ছিল না।
চীনে দুই রকম কৃত্রিম চোখ পাওয়া যায়। গতানুগতিক কৃত্রিম চোখ এবং কাস্টোমাইজড বা গ্রাহকের চাহিদা অনুযায়ী কৃত্রিম চোখ।
লিউ সিইয়াও সিদ্ধান্ত নেন তিনি কাস্টোমাইজড কৃত্রিম চোখ তৈরি করবেন। তিনি প্রথমে ক্রেতাদের পর্যবেক্ষণ করেন। তাদের অক্ষিকোটর, চোখের রং, চেহারার গঠন ইত্যাদি স্টাডি করেন। এরপর তাদের চেহারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চোখ তৈরি করেন।এজন্য তাকে চোখের চিকিৎসা বিজ্ঞানও পড়তে হয়েছে।
লিউর পরিবার থেকে প্রথমে এই নতুন পেশাকে স্বাগত জানানো হয়নি। কারণ একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী থেকে তিনি নতুন কারুশিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ ছিল। কিন্তু আগ্রহ, উদ্যম ও ধৈর্যের সঙ্গে নিজেকে এই পেশায় প্রতিষ্ঠিত করেছেন লিউ। গেল বছর বেইজিংয়ে তিনি তার স্টুডিও প্রতিষ্ঠিত করেন। অনলাইনে প্রচারও শুরু করেন। বেশ তাড়াতাড়িই গ্রাহকদের সাড়া পেয়েছেন লিউ।
কাস্টোমাইজড চোখের জন্য দাম পড়ে একটু বেশি। একটি চোখের খরচ ৬হাজার ৯৪৩ ইউয়ান। সকলের পক্ষে এটা কেনা কঠিন। তাই লিউ প্রতিমাসে কিছু চোখ বিনামূল্যে দান করেন।
তিনি এখন সাংহাই, কুয়াংচোওসহ বড় বড় শহরগুলোতে তার প্রতিষ্ঠানের শাখা খোলার পরিকল্পনা নিয়েছেন। চোখ তৈরিতে অন্যদের প্রশিক্ষণও দিচ্ছেন।
লিউর একচোখে দৃষ্টি না থাকলেও তিনি অন্তরের আলোয় আলোকিত করে তুলছেন অনেকের জীবন।
নারী দিবস উদযাপন এবং চীনের নতুন দিক নির্দেশনা
সম্প্রতি চীনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে আনন্দমুখর পরিবেশে। কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ আইনও জারি হয়েছে। নারী দিবসে চীনের বিভিন্ন আয়োজন ও এ বিষয়ে গৃহীত সিদ্ধান্ত বিষয়ে বিস্তারিত শুনে আসি আমার তৈরি একটি প্রতিবেদনে।
অর্থনীতি, রাজনীতি এবং সমাজের নানা ক্ষেত্রে নারীর গুরুত্বপূর্ণ অবদান এবং অর্জনকে স্বীকৃতি ও শ্রদ্ধা জানিয়ে গেল ৮ মার্চ চীনে ১১৩বারের মতো পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা রকম ইভেন্টের মাধ্যমে নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো হয়।