আকাশ ছুঁতে চাই ৮
হেইরিগুল বলেন ‘এভাবেই ওরা সামাজিকতার প্রথম পাঠ রপ্ত করে। আমার ক্লাসে একটি ছোট শিশু দিলায়া আদির। ছোট ছেলেটি প্রথম দিকে ছিল একটু চড়া মেজাজের ছিল। অল্পতেই রেগে যেত। এখন কিন্তু ও অন্যদের সঙ্গে মিলে চলতে পারছে। কিন্ডার গার্টেন ওর খুব পছন্দ।’
বাবা মা ভাইবোনকে নিয়ে আদিরের সুখী জীবন। সে বাড়িতে ফিরে ছোটবোনের সঙ্গে খেলা করে, সিনচিয়াংয়ের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দুতার বাজায়, তার বাজনার তালে নাচে ছোট বোন।
শিক্ষিকা হেইরি গুল শিশুদের খুব ভালোবাসেন। চিমুসার কাউন্টির দ্বিতীয় কিন্ডার গার্টেনের ৮ নম্বর ক্লাসের দায়িত্বে আছেন তিনি। শিশুদের সৃজনশীলতা বিকাশের জন্য যেমন তিনি নানা রকম খেলার আয়োজন করেন তেমনি তারা যেন পরষ্পরকে সহযোগিতা করে এবং মানসিক ও শারিরীকভাবে বিকশিত হয় সেদিকটাও দেখেন। সিনচিয়াংয়ের প্রিস্কুলগুলো চীনের অনান্য প্রদেশ ও অঞ্চলের প্রিস্কুলের মতোই শিশুদের আনন্দময় পদ্ধতিতে শিক্ষাদান করছে।
সিনচিয়াংয়ের তরুণ প্রজন্মের নারী হেইরিগুল শিশুদের জন্য গড়ে তুলছেন আনন্দময় শিক্ষার জগত। পাশাপাশি তার নিজের কর্মজীবনও এগিয়ে চলছে স্বচ্ছন্দ গতিতে।
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।
অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
নারীদের কথা তুলে ধরছেন ইয়াং লিয়ানিং, প্রতিবেদন: আফরিন মিম
অডিও সম্পাদনা: রফিক বিপুল