বাংলা

আকাশ ছুঁতে চাই ৮

CMGPublished: 2023-03-09 17:05:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. নারী দিবসের শুভকামনায় প্রেসিডেন্ট সি

২.নারীদের কথা তুলে ধরছেন ইয়াং লিয়ানিং

৩. নতুন প্রজন্মের সিনচিয়াং

নারী দিবসের শুভকামনায় প্রেসিডেন্ট সি

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারীর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের অধিকার নিয়ে।

৮ মার্চ ছিল বিশ্ব নারী দিবস। নারী দিবস উপলক্ষে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বিশেষ শুভেচ্ছাবাণী প্রদান করেন। চলুন শোনা যাক আমার তৈরি একটি প্রতিবেদনে।

চীনে বিশ্ব নারী দিবস পালিত হয় উৎসবমুখর পরিবেশে। নারী দিবস উপলক্ষে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং অভিনন্দন বার্তা জানান দেশটির সকল নাররি প্রতি। সকল জাতিগোষ্ঠীর এবং জীবনের সকল ক্ষেত্রে কর্মরত নারীদের তিনি ৮ মার্চের বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি দুই অধিবেশনের সব নারী ডেপুটি, কমিটির নারী সদস্য, এবং স্টাফ সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। চীনের সকল জাতিগোষ্ঠীর নারী, বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাওর নারী, তাইওয়ানের নারী এবং বিদেশে অবস্থানরত চীনা নারীদের শুভেচ্ছা জানাই।

চীনে নারী দিবস উপলক্ষে ফুল ও উপহার বিনিময় হয় সারাদেশে। পরিবার, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব নারীদের শুভেচ্ছা জানান তাদের বন্ধু ও স্বজনরা।

নারীদের কথা তুলে ধরছেন ইয়াং লিয়ানিং

বিয়াল্লিশ বছর বয়সী একজন নারী ডাক্তার ইয়াং লিয়ানিং। যিনি এবার দেশটির শীর্ষ আইনসভা ১৪ তম জাতীয় গণ কংগ্রেসের ডেপুটি হিসাবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব কাঁধে নিয়ে গ্রামে গ্রামে ছুটছেন তিনি। চলতি বছরের দুই অধিবেশনে জাতীয় আইনসভার বার্ষিক সমাবেশ এবং শীর্ষ রাজনৈতিক উপদেষ্টাদের কাছে গ্রামবাসীদের পরামর্শ পৌছে দিতে প্রতিটা ঘরে ঘরে উপস্থিত হচ্ছেন এই নারী। চলুন শ্রোতা বিস্তারিত শুনে আসি প্রতিবেদনে।

নোটবুক হাতে গ্রামের প্রতিটি ঘরে ঘরে যাচ্ছেন বিয়াল্লিশ বছর বয়সী ইয়াং লিয়ানিং। গ্রামের মানুষদের কাছ থেকে চীনে চলমান জাতীয় আইনসভার বার্ষিক সমাবেশ এবং শীর্ষ রাজনৈতিক উপদেষ্টাদের কাছে গ্রামবাসীদের পরামর্শ লিখে নিতেই তার এ ছুটে চলা।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn