বাংলা

আকাশ ছুঁতে চাই -- ১

CMGPublished: 2023-01-19 19:06:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আসন্ন চীনা নববর্ষ বা বসন্ত উৎসবকে সামনে রেখে লাওসের ভিয়েন তিয়েনে অবস্থিত চায়না কালচারাল সেন্টারে এক মজার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে লাও উইমেন’স ইউনিয়নের প্রেসিডেন্ট ইনলাভান কেওবোনফানসহ অনেক বিশিষ্ট নারী অংশ নেন।

অনুষ্ঠানটি ছিল মূলত সিক্সটি সেভেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের একটি পুনর্মিলনী । ষাটের দশকে চীনের সঙ্গে লাওসের মৈত্রীর সূচনা ঘটে। ৬৭ সালে স্থাপিত এই মৈত্রীকে স্মরণীয় করতে ষাটের দশকে দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং প্রদেশের রাজধানী নাননিংয়ে স্থাপন করা হয় ‘সিক্সটি সেভেন’ নামে একটি মৈত্রী স্কুল। এই স্কুলে চীনা শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি লাওসের এক হাজারের বেশি শিক্ষার্থী ও শিক্ষক অংশ নিয়েছেন যাদের অধিকাংশই নারী।

লাও উইমেন’স ইউনিয়নের প্রেসিডেন্ট ইনলাভান কেওবোনফান এই অনুষ্ঠানে অংশ নিয়ে চীন ও লাওসের মধ্যে মৈত্রীর প্রশংসা করেন এবং চীনা সংস্কৃতির প্রতি তার অনুরাগের কথা জানান।

চীনা ও লাওসের নারীদের মধ্যে যে মৈত্রীর সেতুবন্ধ রয়েছে সে বিষয়টিও উল্লেখ করেন এই নারী নেত্রী।

চীনা নববর্ষ উপলক্ষে ডাম্পলিং বানানোর অনুষ্ঠানে অংশ নেন ইনলাভানসহ বিশিষ্ট নারীরা।

তারা চীনা নারীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে চমৎকারসব চায়নিজ ডাম্পলিং তৈরি করেন।

অনুষ্ঠানটি নারীদের জন্য এক আনন্দময় মিলনমেলায় পরিণত হয়।

সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন প্রতি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় হ্যালো চায়না অনুষ্ঠানে। অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে জানাতে পারেন আমাদের কাছে। আপনাদের যে কোন পরামর্শ, মতামত সাদরে গৃহীত হবে। আমাদের অনুষ্ঠানে আমরা সবসময় কথা বলি নারীর সাফল্য, সংকট, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে।

আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আবার কথা হবে আগামি সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: রফিক বিপুল

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn