বাংলা

আকাশ ছুঁতে চাই -- ১

CMGPublished: 2023-01-19 19:06:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ ছুঁতে চাই -- ১

কী রয়েছে আমাদের অনুষ্ঠানে

১. বাংলাদেশে চীনাভাষার প্রসারে কাজ করছেন ইয়াং হুই

২. ঐতিহ্যের ধারক মিয়াও নারী আরবাওলাং

৩. চীনা নববর্ষ পালনে লাওসের নারীরা

নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলি নারীর অগ্রযাত্রা, বিভিন্ন চ্যালেঞ্জ, সাফল্য, সংকট সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলি সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারী ও শিশুর অধিকার নিয়ে।

বাংলাদেশে চীনাভাষা প্রসারে কাজ করছেন ইয়াং হুই

আজ আমরা কথা বলবো এমন একজন নারীর কথা যিনি সুদূর চীন থেকে বাংলাদেশে এসে চীনাভাষা শিক্ষা দিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে স্থাপিত কনফুসিয়াস ইন্সটিটিউটের ডিরেক্টর ম্যাডাম ইয়াং হুই।

তার জন্ম চীনের ইউননান প্রদেশের সিশুয়াংবান্না অঞ্চলে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও পিএইচডি করেন তিনি।

এরপর বিশ্বের বিভিন্ন দেশে চীনাভাষা ও সংস্কৃতিতে শিক্ষাদানের কাজ করছেন দীর্ঘ অনেক বছর ধরে।

বাংলাদেশে এসেছেন ২০২২ সালে। তিনি বলেন, ‘২০২২ সাল থেকে নতুন উদ্যমে কাজ শুরু করি।’

তখন কোভিড ১৯ মহামারির ধকল কাটিয়ে আবার ক্লাস শুরু করে কনফুসিয়াস ইন্সটিটিউট। এরআগে অনলাইনে ক্লাস চলেছে মহামারির সময়টায়।

নতুন দেশে, নতুন পরিবেশে, নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যান ইয়াং হুই।

বাংলাদেশের সমাজে তাকে অবশ্যই নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। কারণ এখানকার ভাষা তিনি জানেন না। এই দেশের রীতিনীতির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেন ইয়াং হুই।

পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে রয়েছেন। অবশ্যই তাদের মিস করেন। বিশেষ করে তার ছেলেকে খুবই মিস করেন। তিনি বলেন, ‘আমি বিশেষভাবে আমার ছেলেকে মিস করি।’

কনফুসিয়াস ইন্সটিটিউটের কাজ নিয়ে এগিয়ে চলেছেন সাহসী ও দৃঢ়চেতা নারী ইয়াং হুই। তিনি বর্তমানে বাংলা ভাষা্ও কিছু কিছু শিখছেন। তিনি বাংলায় কিছু কথা বলেন।

তিনি আরও বলেন, ‘হ্যা, আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। বিশেষভাবে ভাষার প্রতিবদ্ধকতা অনেক কঠিন বিষয়। আমি স্থানীয়ভাষা জানি না। সেজন্য আমি বাংলাভাষা শিখছি। যেন আমি স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ করতে পারি। বিশেষ করে যারা ইংরেজি জানেন না। তাদের সঙ্গে যোগাযোগের জন্যই আমি বাংলাভাষা শিখছি। আমি মনে করি ভাষা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হলো সংস্কৃতি। দুই দেশের মধ্যে বন্ধুত্বের জন্য সাংস্কৃতিক আদান প্রদান খুব জরুরি। দুই দেশের মধ্যে বন্ধুত্ব স্থাপনের জন্য কনফুসিয়াস ইন্সটিটিউট বাংলাদেশী শিক্ষার্থীদের চীনা ভাষা শিক্ষাদান করছে।’

ঢাকা মহানগরীতে নিজের কাজ ও ভবিষ্যত সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছেন ইয়াং হুই। তার চ্যালেঞ্জ মোকাবেলার গল্প সাহস ও অনুপ্রেরণা দিচ্ছে অন্যদেরও।

সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন, নারী বিষয়ক অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই।

ঐতিহ্যের ধারক মিয়াও নারী আরবাওলাং

ঐতিহ্য ও সংস্কৃতিকে নিজের ভাগ্য উন্নয়নের চাবিকাঠি করে নিয়েছেন এমন একজন নারী হলেন চীনের মিয়াও জাতির আরবাওলাং। চলুন শোনা যাক তার গল্প। বলছেন আফরিন মিম।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn