বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৯৭

CMGPublished: 2022-10-27 18:39:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. চীনে লেখাপড়া করে জীবনকে দেখার নতুন দৃষ্টিভঙ্গী পেয়েছি: ফাহমিদা ওয়াদুদ চৈতী

২. সিপিসি ২০তম ন্যাশনাল কংগেসে নারী প্রতিনিধিরা যা বললেন

৩. তিনি ওদের বন্ধু

৪. সিনচিয়াংয়ে সকল জাতিগোষ্ঠী নিরাপদে ও সুখে আছে: সিপিসি প্রতিনিধি

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন। আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আমরা সবসময় কথা বলি নারীর সাফল্য, সংকট, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে।

অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো এমন একজন নারীর সঙ্গে যিনি জীবনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে বর্তমানে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করছেন। তিনি চীনে লেখাপড়া করে এসেছেন। আমরা তার কাছ থেকে শুনবো চীনে বিভিন্ন অভিজ্ঞতার গল্প। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

চীনে লেখাপড়া করে জীবনকে দেখার নতুন দৃষ্টিভঙ্গী পেয়েছি: ফাহমিদা ওয়াদুদ চৈতী

ফাহমিদা ওয়াদুদ চৈতী বছর দশেক আগে চীনে লেখাপড়া করেন। তিনি ছিলেন চিলিন শহরে প্রথম বাংলাদেশী শিক্ষার্থী। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে টেলি কমিউনিকেশন এবং ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করেন সেখানে চীনা ভাষা শেখেন তিনি। এরপর তিনি চীন সরকারের স্কলারশিপ নিয়ে চায়নায় যান। সেখানকার অভিজ্ঞতা জানান চৈতী। বলেন, চীনে লেখাপড়া ছিল অন্য রকম এবং খুবই ভালো অভিজ্ঞতা। এটি জীবনকে দেখার দৃষ্টিভঙ্গী পালটে দেয়। চীন নারীর জন্য অত্যন্ত নিরাপদ দেশ বলে জানান তিনি। চৈতী বলেন, ‘চীন অত্যন্ত নিরাপদ একটি দেশ। সকলের জন্যই নিরাপদ। চীনারা অত্যন্ত ডিসিপ্লিনড। তারা আইন মেনে চলে।’

চীনে তিনি অনেক দর্শনীয় স্থানে বেড়াতে গেছেন। বিভিন্ন শহর দেখেছেন। মহাপ্রাচীরে উঠেছেন।

বর্তমানে চৈতী একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করছেন। তিনি মনে করেন, নারীদের প্রথমে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে তিনি পারবেন। নিজেকে নিছক মেয়ে হিসেবে নয়, মানুষ হিসেবে ভাবতে হবে। নিজের উপর আস্থা ও বিশ্বাস রেখে সর্বশক্তি দিয়ে কাজ করলেই কেবল নিজেকে প্রমাণ করা সম্ভব হবে।

সিপিসি ২০তম ন্যাশনাল কংগেসে নারী প্রতিনিধিরা যা বললেন

গত একদশকে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা এবং সাংস্কৃতি উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্যহারে এগিয়েছে চীনের নারীরা। দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে দেশের মানুষের জীবনমান উন্নয়নে বিদ্যুৎগতিতে এগিয়ে যাচ্ছে দেশটির নারীরা। সম্প্রতি শেষ হওয়া চীনের সিপিসি২০তম জাতীয় কংগ্রেসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য নারী প্রতিনিধি অংশ নেন। বিস্তারিত প্রতিবেদনে গত এক দশকে, মহাকাশ অনুসন্ধানে চীনের সাফল্য বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে। মহাকাশ অনুসন্ধান একটি জাতীয় প্রকল্প এবং এই ক্ষেত্রে চীন কতোটা এগিয়েছে এটি তার প্রমাণ বহন করে। ২০ তম জাতীয় কংগ্রেসে অংশ নিয়ে চীনা প্রথম নারী মহাকাশচারী ওয়াং ইয়াপিং এসব কথা বলেন। চীনের মহাকাশে অবদান রাখতে পারাটা তার জন্য একটা সর্বোচ্চ সম্মানের ব্যাপার এবং অনেক বড় দায়িত্বও বটে বলে জানান তিনি।

সদ্য সমাপ্ত চীনা কমিউনিস্ট পার্টির ২০ তম জাতীয় কংগ্রেসে সিনচিয়াং প্রতিনিধিরা অংশ নিয়ে বলেন, গত এক দশকে, উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে উচ্চ শিক্ষা, অর্থনৈতিক, সামাজিক এবং নানা ক্ষেত্রে অব্যাহত অনেক উন্নয়ন হয়েছে। আর এসব উন্নয়নের পেছনে নারীদের অনেক বড় ভূমিকা আছে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn