আকাশ ছুঁতে চাই পর্ব ৯৬
সাংহাই ফ্যাশন উইকের আয়োজনে অংশ নিতে পেরে খুশি অংশগ্রহণকারীরাও।
চীনে ২০০৩ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে সাংহাই ফ্যাশন উইক। ঠিক তখন থেকেই এটি এশিয়ার বৃহত্তম ফ্যাশন ইভেন্টগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। একই ইভেন্টে একই সময়ে বাণিজ্য মেলা এবং শিল্প ফোরামও অনুষ্ঠিত হয়। গত মাসের ২২ তারিখ শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর শেষ হয় পুরো আয়োজন।
গ্রামের দারিদ্র্য দূর করেছেন লু সিউসিং
সিপিসির ২০তম ন্যাশনাল কংগ্রেসে দেশের বিভিন্ন প্রদেশ ও অঞ্চল থেকে যোগ দিয়েছেন প্রতিনিধিরা। এদের মধ্যে রয়েছেন অনেক নারী। এই নারীরা প্রত্যেকেই গ্রাম উন্নয়নে নিরলস ভূমিকা রেখেছেন। চলুন প্রতিবেদনে শোনা যাক এমন একজন নারী লু সিউসিংয়ের কথা।
কুয়াংতুং প্রদেশের ফোশান শহরের কাছে কুচাও গ্রাম। এই গ্রামের সবচেয়ে জনপ্রিয় মানুষ লু সিউসিং। তিনি গ্রামের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি। এই গ্রামের দারিদ্র্য মুক্তিতে প্রধান অবদান রেখেছেন লু।
৩৮ বছর বয়সী লু যখন প্রতিদিন সকালে গ্রামের বিভিন্ন স্থানে পরিদর্শন করেন তখন গ্রামবাসীরা হাসিমুখে তাকে স্বাগত জানায়, যে কোন বিষয় নিয়ে পরামর্শ করে এবং তাদের সব সমস্যা তুলে ধরে।
২০০৩ সালের মে মাসে লু কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। শহরাঞ্চলে উজ্জ্বল ক্যারিয়ারের প্রলোভন ছেড়ে তিনি চলে যান গ্রামীণ এলাকায় গ্রাম উন্নয়ন কাছে যোগ দিতে ২০১৪ সালে । তিনি সে সময় তৃণমূল পর্যায়ে কাজ শুরু করেন। বাইরে থেকে আসা একজন নারীকে গ্রামবাসীর নিজেদের মানুষ হিসেবে মেনে নিতে প্রথমে একটু দ্বিধা ছিল। কিন্তু লু আন্তরিক শ্রমে অচিরেই নিজের অবস্থান গড়ে নেন। ২০১৭ সালের এপ্রিলে তিনি কুচাও গ্রামের পার্টি সেক্রেটারির পদ পান। তিনি কারখানা স্থাপনকারী কোম্পানি ও গ্রামবাসীর মধ্যে একটি দ্বন্দ্বের মিমাংসা করেন সাফল্যের সঙ্গে। গ্রামবাসীরা তাদের জমি কারখানার কাছে ভাড়া দিয়ে নিজেদের আয় বৃদ্ধি করে।
কয়েক বছরের শ্রমের পর দেখা যায় গ্রামের বার্ষিক আয় ৬৮.৬ মিলিয়ন ইউয়ান থেকে বেড়ে ১০০ মিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে।
কোভিড ১৯ মহামারীর সময় গ্রামে তার সাহসী ভূমিকার জন্য সম্মাননাও লাভ করেন লু। বর্তমানে কুচাও গ্রাম পুরো ফোশানে মডেল গ্রামের মর্যাদা পেয়েছে।
২০তম ন্যাশনাল কংগ্রেসে প্রতিনিধি হিসেবে যোগও দিয়েছেন লু। লু এর মতো সাহসী ও পরিশ্রমী নারী গ্রাম উন্নয়নে ভূমিকার জন্য সকলের অনুসরণীয় হিসেবে বিবেচিত হচ্ছেন।