আকাশ ছুঁতে চাই পর্ব ৯৩
এখানকার ৬হাজার ৭০০ হেক্টর জমিতে হানিসাকেলের চাষ করা হচ্ছে। স্থানীয় গৃহবধূ ও প্রবীন নারীদের কর্মসংস্থান হচ্ছে হানি সাকেলের বাগানে।
এইভাবে ভেষজ উদ্ভিদের বেশ কিছু বাগান সমৃদ্ধি এনে দিয়েছে গ্রামবাসী নারীদের জীবনে।
কিংবদন্তি বিজ্ঞানী উ চিয়েন শিউং
চীনের বিখ্যাত নারী পদার্থবিদ উ চিয়েন শিউং এর জন্মের ১১০তম বার্ষিকী উদযাপন হয় সম্প্রতি। চীন ও মার্কিন পদার্থবিজ্ঞানীরা এই উদযাপন করেন। চীন মার্কিন বিজ্ঞান গবেষণায় সহযোগিতা অব্যহত রাখার ধারাবাহিকতায় এই উদযাপন হয়। বিখ্যাত এই নারী বিজ্ঞানী সম্পর্কে শুনুন প্রতিবেদনে।
চীনের একজন বিখ্যাত পদার্থবিদ নারী বিজ্ঞানী উ চিয়েন শিউং। তিনি মার্কিন-চীন সহযোগিতামূলক বিজ্ঞান গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
গেল শনিবার উ এর বার্ষিকী উদযাপন সিম্পোজিয়াম চলাকালীন, চীন অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির সভাপতি ওয়ান কাং একটি চিঠিতে বলেছেন যে পরীক্ষামূলক পদার্থবিজ্ঞানে উ এর অসাধারণ কৃতিত্ব এ বিষয়ের অগ্রগতিতে যথেষ্ট অবদান রেখেছে।
উ হয়তো বিজ্ঞানী মেরি কুরির মতো বিশ্বব্যাপী খ্যাতি পানি কিন্তু তিনি ছিলেন অসামান্য প্রতিভাধর একজন নারী বিজ্ঞানী। ১৯১২ সালের ৩১ মে চিয়াংসু প্রদেশের থাইসাংয়ের লিউহ্য শহরে জন্ম গ্রহণ করেন।
উ চিয়েন ছিলেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা অনারারি ডাক্তার, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেসের প্রথম চীনা আমেরিকান সদস্য এবং আমেরিকান ফিজিক্যাল সোসাইটির প্রথম মহিলা সভাপতি।
আমেরিকান ও চীনা বিশেষজ্ঞ বিজ্ঞানীরা উ চিয়েনকে অনেক শ্রদ্ধার আসনে রাখেন। চীন অ্যাসোসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির সভাপতি ওয়ান কাং আরও মনে করেন তিনি সবসময় চীনা এবং আমেরিকান তরুণ বিজ্ঞানীদের প্রজন্মের জন্য একটি রোল মডেল, বিশেষ করে নারী বিজ্ঞানীদের জন্য। উ চিয়েনের বিজ্ঞান সাধনার ইতিহাস নারীদের বিজ্ঞানের সাধনায় শ্রেষ্ঠত্বের জন্য সংগ্রাম করতে অনুপ্রাণিত করেছে।
আজ আর কথা নয়, আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবং আমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা,উপস্থাপনা : শান্তা মারিয়া
‘ওয়েল্ডিং মুলান’ ই রান প্রতিবেদন, রওজায়ে জাবিদা ঐশী,
ভেষজ চাষে কর্মসংস্থান হচ্ছে নারীর এবং কিংবদন্তি বিজ্ঞানী উ চিয়েন শিউং , প্রতিবেদন: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী ও শান্তা মারিয়া